Tea Bag Health Issues: দূরপাল্লার ট্রেনে চড়ে বসার পরেই একজন চাওয়ালা ট্রেনে ওঠেন। অনেক সময় তারা যে চা পরিবেশন করছেন, সেটি টি ব্য়াগ থেকে তৈরি। গরম জল বা চায়ের মধ্যে টি ব্যাগ ডুবিয়ে দিয়ে দেন চাওয়ালা। এবার সেই টি ব্যাগ কিছুক্ষণ চুবিয়ে নিলেই তৈরি হয়ে যায় চা। কিন্তু টি ব্যাগের (Tea Bag) চা খাওয়া কি আদৌ শরীরের জন্য ভাল ? দেখে নেওয়া যাক কী বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা।


টি ব্যাগের চা খেলে স্বাস্থ্যের কী কী ক্ষতি (Tea Bag Health Issues)


মাইক্রোপ্লাস্টিকের বিপদ - কিছু টি ব্যাগ নাইলন বা পিইটি দিয়ে তৈরি হয়। গরম জল বা দুধের মধ্যে যখন এটি চোবানো হয়, তখন কিছু প্লাস্টিক চায়ের মধ্যে মিশে যায়। যা নানা রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।


ফ্লুরাইড থেকে ক্ষতি - গ্রিন টি-র পাতার মধ্যে মাটি থেকে ফ্লুরাইড আসে। তাই এই পাতাগুলি বিশেষভাবে প্রক্রিয়াজাত করা হয়। কিন্তু টি ব্যাগের মধ্যে ফ্লুরাইড থেকে যেতে পারে। যা বেশি মাত্রায় শরীরে গেলে ফ্লুরোসিস, হাড় নষ্ট হয়ে যাওয়া, ক্লান্তি, অস্টিয়োপোরোসিস, জয়েন্টের ব্যথা দেখা দিতে পারে।


কীটনাশকের ভয় - চা পাতা তুলে টি ব্যাগে ভরার সময় তাতে কীটনাশক থেকে যেতে পারে। এই কীটনাশক থেকেও স্বাস্থ্যের একাধিক ক্ষতি হতে পারে। পেটের রোগ ছাড়াও লিভার ও কিডনির রোগ হতে পারে।


অ্যালুমিনিয়াম ধাতুর বিপদ - টি ব্যাগ সাধারণত অনেক দিন পর্যন্ত থাকে। দীর্ঘ সময় টাটকা রাখার জন্য টি ব্যাগের মধ্য়ে অ্যালুমিনিয়াম যৌগ মেশানো হয়। এই ধাতু থেকে শরীরের একাধিক ক্ষতি হতে পারে। মস্তিষ্কের কঠিন রোগ অ্যালঝাইমার্স ডিজিজও হতে পারে।


ক্য়ানসারের আশঙ্কা - অ্যালুমিনিয়াম ধাতুর এই যৌগ কারসিনোজেন। অর্থাৎ ক্য়ানসার ঘটাতে পারে।


টি ব্যাগ থেকে পরিবেশের ক্ষতি (Environmental Issues)


সম্প্রতি প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গিয়েছে, টি ব্যাগ পরিবেশের জন্যও ক্ষতিকর। কারণ জৈব পচনশীল বা বায়োডিগ্রেডেবল নামে যে টি ব্য়াগগুলি বানানো হয়, সেগুলির মধ্যে অপচনশীল ব্যাগের সংখ্যা বেশি। অর্থাৎ সেগুলি মাটির মধ্যে পড়লে মিশে যায় না। বরং দূষণ ঘটায়। জলপ্রবাহে মিশে গেলে তা থেকে জলজ প্রাণীদেরও ক্ষতি হতে পারে।


আরও পড়ুন  Healthy Brain Tips: ব্রেনের কঠিন রোগের ঝুঁকি কমায় এই খাবারগুলি, কখন খাবেন রোজ ?


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।