কলকাতা: যুগের হাওয়ায় তাল মিলিয়ে বদলেছে সময়। বদলেছে যে কোনও উৎসব পালনের ধরন। তবে আমেজ, উৎসাহ সেই একই। আজ ৫ সেপ্টেম্বর। দেশজুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস (Teacher's Day)। স্কুল-কলেজ থেকে শরু করে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই আজ উৎসবের আমেজ, সাজো সাজো রব। গতে বাধা পড়াশোনা থেকে আজ ছুটি। সারাবছর শিক্ষকদের অবদানকে আজ সম্মান জানানোর দিন। নাচ-গান কবিতায় স্কুল-কলেজে আজ শুধুই আনন্দ-উদযাপন।
ভিনদেশের শিক্ষক দিবস: যদিও ভারত ছাড়াও বিশ্বের ১০০ টি দেশে পালিত হয়ে থাকে শিক্ষক দিবস। তবে বেশিরভাগ দেশেই শিক্ষক দিবস পালন হয় ৫ অক্টোবর। শিক্ষকদের মর্যাদা সম্পর্কিত সুপারিশ কমিটি শিক্ষকদের স্মরণে ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করেছে। প্রতিবছর একটি থিমও রাখা হয় এই দিবস পালনে, যা জনসচেতনতা বৃদ্ধির সঙ্গে শিক্ষকদের অবদানকেও স্মরণ করিয়ে দেয়।
ভারতে শিক্ষকদিবস পালনের ইতিহাস: স্বাধীন ভারতের প্রথম সহ-রাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের (Sarvepalli Radhakrishnan) জন্মদিনেই ভারতে পালিত হয় শিক্ষক দিবস (Teacher's Day)। ১৮৮৮ সালে ৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন ডঃ রাধাকৃষ্ণণ। বিংশ শতাব্দীর একজন উল্লেখযোগ্য শিক্ষাবিদ হিসেবে রাধাকৃষ্ণণ ভারতবর্ষের অন্যতম উজ্জ্বল এক নাম। তাঁর জন্মদিন উপলক্ষ্যেই পালিত হয় দিনটি। দেশে প্রথম শিক্ষক দিবস পালিত হয়েছিল ১৯৬২ সালে।
আজ শিক্ষকদের দিন। বর্ণপরিচয়ে হাতেখড়িই হোক বা জীবনের নানান ওঠা পড়ায় যাঁর শিক্ষাকে আমরা পাথেয় করি তাঁরা প্রত্যেকেরই তো শিক্ষকের সম্মান প্রাপ্য। তাই আজ শুধুই তাঁদের শ্রদ্ধা জানানোর দিন। কাছে দূরের সকল শিক্ষকদের উদ্দেশে তাই আজ বার্তা পাঠিয়ে দিন। তাঁদের মনে করিয়ে দিন 'আপনি ছিলেন তাই আমরা আছি'... প্রযুক্তি যখন হাতের মুঠোয়, তখন তো কিছুই আর দূর নয়। তাই আজ দিনটি শুরু হোক শ্রদ্ধাজ্ঞাপনে।
কোন দেশে কবে শিক্ষক দিবস ?
- আর্জেন্টিনায় ১১ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয়
- অস্ট্রেলিয়ায় অক্টোবর মাসের শেষ শুক্রবার শিক্ষক দিবস হিসেবে পালিত হয়
- ১০ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয় চিনে
- ইন্দোনেশিয়ান টিচার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠার দিনটি হল ২৫ নভেম্বর
- ১৯৮০ সাল থেকে ৭ মার্চ শিক্ষক দিবস পালন করতে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র
- ২৭ নভেম্বর শিক্ষক দিবস পালিত হয় স্পেনে
- ১ মার্চ শিক্ষক দিবস হিসেবে পালিত হয় ইরাকে
- মালয়েশিয়ায় ১৬ মে তারিখটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়
এছাড়াও বহু দেশে বিভিন্নদিনে পালিত হয় শিক্ষক দিবস।