কলকাতা: ভ্যালেনটাইনস ডে আসতে এখনও বাকি কয়েকদিন। তবে প্রেমের মরসুম শুরু হয়ে গিয়েছে কিছু দিন আগে থেকেই । নেপথ্যে ভ্যালেনটাইস উইক। অর্থাৎ প্রেমের সপ্তাহ। এই বিশেষ সপ্তাহের চতুর্থ দিন টেডি ডে। টেডি ডে-তে প্রিয়জনকে টেডি উপহার দেওয়ার রীতি রয়েছে। একেই ভালবাসার সপ্তাহ। তার উপর একেকদিন পালন করা হয় একেকটি বিশেষ আবহ। টেডি ডে-ও তেমনই এক বিশেষ আবহ। 


টেডি ডে-এর গুরুত্ব


ভালবাসার প্রকাশ নানাভাবেই হয়। প্রেমের সম্পর্ক একে অপরের প্রতি নানাভাবে তাদের প্রেমের অনুভূতি প্রকাশ করে থাকে‌। টেডি ডে-এও তেমনই একটি দিন। উপহার হিসেবে দীর্ঘদিন ধরেই টেডি-এর আলাদা গুরুত্ব রয়েছে। টেডি বিয়ার বেশ নরম ও তুলতুলে একটি উপহার। আর এই কোমলতা দিয়েই সম্পর্কের কোমলতাকে প্রকাশ করেন সঙ্গীরা। ভালোবাসার পাশাপাশি প্রেম, আদর ও যত্নের প্রতীক হয়ে থাকে টেডি। তবে টেডি উপহার হিসেবে কেন এত বিখ্যাত? কবে থেকেই বা টেডি দেওয়ার রীতি শুরু হল?


টেডি ডে-এর ইতিহাস 


টেডি ডে-এর সঙ্গে অনেকটাই জড়িয়ে রয়েছে টেডি-এর গল্প। টেডি উপহার হিসেবে খুব বেশি দিন বিখ্যাত হয়নি। গত শতক থেকে এটি উপহার হিসেবে জনপ্রিয় হয়। কিন্তু তার পিছনে রয়েছে এক গল্প। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেই গল্পের নায়ক। 


মার্কিন প্রেসিডেন্টের গল্প


বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ শতকের গোড়ার দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট একবার শিকারে যান। শিকারের সময় একটি ভল্লুককে দেখে তার মত বদলে ফেলেন। ভল্লুকটিকে ছেড়ে দেন মার্কিন রাষ্ট্রপতি। থিওডোরের এই ঘটনার কথা সঙ্গে সঙ্গে রটে যায়। তার এই মানবিক গুণ কার্টুনে ফুটিয়ে তোলেন ক্লিফোর্ড বেরিম্যান। কার্টুনে দেখা যায় একটা মিষ্টি ভল্লুককে‌। কার্টুনটি জনপ্রিয় হয়েছিল। একই সঙ্গে সেই ভল্লুকটিই জনপ্রিয় হয়ে যায়। এর পর মরিস মিকটোম ওই কার্টুন ভল্লুকের আকারে একটী খেলনা পুতুল তৈরি করেন। যেটি টেডি হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। 


জনপ্রিয় উপহার


গোড়া থেকেই টেডি জনপ্রিয় হয়ে গিয়েছিল। শুরুতে মার্কিন প্রেসিডেন্ট এর সঙ্গে জড়িত থাকায় সহজে জনপ্রিয়তা পায় ভল্লুক। এর পর বিভিন্ন অনুষ্ঠানে টেডি জনপ্রিয় উপহার হয়ে উঠল। টেডির চেহারার মধ্যে রয়েছে এক নিস্পাপ আদুরে ভাব। যেকারণে ব্যক্তিগত সম্পর্কে জায়গা করে নিল উপহার। কিশোরী, তরুণীদের মধ্যে টেডি-প্রেম অচিরে বাড়তে থাকে। আর সেই থেকে প্রেমের একটি মিষ্টি উপহার টেডি। টেডি ডে(Teddy Day)-এর সেই উপহারের জন্য বরাদ্দ একটি দিন। 


আরও পড়ুন - Chocolate Day 2024: প্রেমের বড় উপহার চকোলেট ! কবে থেকে ?