Offbeat News: একঝলক দেখলেই মনে হবে স্বর্গ। শুধু দেখাই কি সব। তা নয়। বরং সেই এলাকায় থাকতে শুরু করলেও এমনটা মনে হতে পারে। কারণ পকেটে খুব বেশি টান পড়ে না এমন জায়গায় থাকতে গেলে। অথচ ছবির মতো দেখতে গোটা শহরটা। একটা কি দুটো নয়, সারা বিশ্বে এমন বেশ কিছু শহর রয়েছে। যেখানে গেলে খুব বেশি টাকার চিন্তা করতে হয় না। অল্প খরচেই (Low Cost Of Living) সেরা গুণমানের জিনিসটি (High Quality Living) হাতের কাছে পাওয়া যায়। পাশাপাশি রয়েছে স্বর্গের সুখ। কোন কোন শহর রয়েছে এই তালিকায় ? দেখা নেওয়া যাক।


১. লুব্লিয়ানা - দক্ষিণ ইউরোপের একটি দেশ স্লোভেনিয়ার রাজধানী এই শহর। সাংস্কৃতিক, অর্থনৈতিক ও শিক্ষাদীক্ষার নিরিখে বেশ উন্নত এই শহর। স্লোভেনিয়ার প্রশাসনিক কেন্দ্র হওয়ার কারণে এই শহরে বেশ কিছু সুখস্বাচ্ছন্দ্য়ও একেবারে হাতের নাগালে মেলে। জীবনযাপনের খরচের নিরিখে বেশ সস্তাও এই শহর।


২. মন্ট্রিল - কানাডার অন্যতম বিখ্যাত শহর মন্ট্রিল। সেন্ট লরেন্স নদীর তীরে এটি একটি সমৃদ্ধ শহর। সারা বছর মনোরম আবহাওয়া। শহরের মাঝে পাহাড়ি সৌন্দর্য যেন সত্যিই স্বর্গের প্রতিরূপ। এটির মূল নাম ছিল ভিল দ্য মেরি বা মেরির নগরী। বর্তমানে এই শহরে জীবনযাপনের খরচ অনেকটাই কম।


৩. ওয়ারশ -  পোল্যান্ডের বৃহত্তম শহর ও রাজধানী ওয়ারশ। শহরটি দেশের ঠিক কেন্দ্রে অবস্থিত। ভিস্তুলা নদীর তীরে এই শহরের আবহাওয়া যেমন মনোরম, তেমনই সাশ্রয়ী জীবনযাপন। সুখ স্বাচ্ছন্দ্যের সবরকম ব্যবস্থা এই শহরে পাওয়া যায় বলেই প্রতি বছর একটি বড় সংখ্যক পর্যটকের ভিড় হয় এখানে।


৪. জাগরেব - ক্রোয়েশিয়ার উত্তর পশ্চিম  দিকের রাজধানী জাগরেব। এই শহরের ১৮ ও ১৯ শতকের অস্ট্রিয়ো-হাঙ্গেরিয়ান সংস্কৃতি সত্যিই নজরকাড়া। বাড়িঘরের ছাদে রংবেরঙের টাইল, শহরের সাজসজ্জায় প্রশাসনের নানা অভিনব চিন্তাধারা দেখে মনে হবে সত্যিই স্বর্গে পৌঁছে গিয়েছেন।


৫. বুদাপেস্ট - হাঙ্গেরির রাজধানী এই শহর। যার মাঝখান দিয়ে বয়ে গিয়েছে দানুবে নদী। এর মধ্যে একদিকে রয়েছে পাহাড়ি বুদা জেলা। অন্যদিকে রয়েছে সমতল পেস্ট। দুইকে জুড়ে দিয়েছে একটি ব্রিজ। জীবনযাপনের খরচ ইউরোপের অন্যান্য শহরের তুলনায় অনেকটাই কম। প্রায় সমস্তরকম সুযোগসুবিধাই একেবারে নাগালের মধ্য়ে মেলে।


আরও পড়ুন - Longest Working Hours: বিশ্বের এই দেশগুলিতে সবচেয়ে বেশিক্ষণ কাজ করতে হয়, ভারত কোন স্থানে ?


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।