কলকাতা: আপনি কি বেড়াতে (Travel) যেতে খুব ভালোবাসেন? কাজের ফাঁকে সময় পেলেই ব্যাগ গুছিয়ে বেড়িয়ে পড়েন? কিন্তু অনেক সময়ই দেখা যায়, বাড়িতে থাকা পোষ্যটিকে (Pets) রেখে অনেকেই বেড়াতে যেতে পারেন না। অথবা তাদের কোনও ক্রেসে রেখে যেতে হয়। আবার বেড়াতে গিয়েও মনটা পড়ে থাকে পোষ্যর কাছেই। সে খেল কিনা, ঠিকঠাক রয়েছে কিনা, সে সম্পর্কে একটা চিন্তা থেকেই যায়। দেশের কোন কোন প্রান্তে পোষ্যদের নিয়ে অনায়াসেই বেড়াতে যেতে পারবেন, সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।


এই জায়গাগুলিতে পোষ্যদের নিয়ে বেড়াতে যেতে পারবেন-


১. মুম্বই- জানা যাচ্ছে, দেশের অন্যতম পেট ফ্রেন্ডলি জায়গা হল মুম্বই। এখানে বহু ক্যাফে কিংবা রেস্তোরাঁ রয়েছে পোষ্যদের জন্য। পোষ্যদের নিয়ে আলাদা পার্টি হয়। শুধু তাই নয়, মুম্বইয়ের জুহু বিচে বসে আপনি আপনার প্রিয় চারপেয়ে সদস্যটির সঙ্গে সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখতে পারবেন। মুম্বইতে একটি বড় পার্কও রয়েছে পোষ্যদের জন্য। যেখানে ওরা খেলাও করতে পারবে।


২. কেরল- ঈশ্বরের আপন দেশে বেড়াতে যাবেন। নিজেরা যেমন প্রকৃতি উপভোগ করবেন, তেমনই এখানে নিয়ে যেতে পারবেন পোষ্যটিকেও। এখানে অনেক হাউজবোট রয়েছে, যেখানে পোষ্যদের নিয়ে থাকতে পারবেন। 


আরও পড়ুন - Recipe: রেস্তোরাঁ স্টাইলে বাড়িতে বানিয়ে নিন মটন রোগান জোশ, রইল রেসিপি


৩. গোয়া- দেশের মধ্যে অন্যতম জনপ্রিয় ভ্রমণ স্তান গোয়া। সাধারণ মানুষ থেকে বহু তারকা হামেশাই গোয়ায় বেড়াতে যান। এখানে পোষ্যদের নিয়ে যাওয়ার জন্য দুর্দান্ত ব্যবস্থা রয়েছে। পেট ফ্রেন্ডলি স্টে, ভিলা, হোমস্টে, কটেজ রয়েছে এখানে।


৪. পুদুচেরি- পুদুচেরিতে পেট ফ্রেন্ডলি হোটেল এবং রিসর্ট রয়েছে। এখানকার আবহাওয়া মনোরম। নিজে উপভোগ করুন আর চারপেয়ে সদস্যটিকেও উপভোগ করার সুযোগ করে দিন।


৫. উটি- গোয়ার মতোই দেশের আরও একটি জনপ্রিয় পেট ফ্রেন্ডলি ভ্রমণ স্থান হল উটি। এখানে পোষ্যদের জন্য যে সমস্ত হোটেল, কটেজগুলি রয়েছে, তা আপনার মন ভালো করে দেবে। পোষ্যটিকে নিয়ে গিয়ে আপনিও খুশিতে থাকবেন। এখানে গিয়ে হোটেলে থাকলেও মনোরম প্রকৃতির উপভোগ করতে পারবেন।


৬. জয়সলমীর- বিশ্বমানের ভ্রমণের স্থান জয়সলমীর। এখানে অনেক বেশি বাজেট এবং কম বাজেটের নানা থাকার জায়গা রয়েছে পোষ্যদের জন্য। 


বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আজকের দিনে পোষ্যদের নিয়ে বহু মানুষ বেড়াতে যেতে চান। তাদেরকে বাড়িতে রেখে বেড়াতে যাওয়া পছন্দ নয়। এক্ষেত্রে এমন সমস্ত জায়গায় যেতে পারেন। যেখানে আপনিও ভালো থাকবেন। আর ভালো থাকবে আপনার পোষ্যটিও।