কলকাতা: উপহার নিয়ে বোনেদের মাতামাতি থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই দাদা বা ভাইরা উদাসিনই হয়ে থাকেন এই সব বিষয়ে। এ দিকে আবার ভাই আর বোনের পছন্দেরও আকাশ পাতাল তফাৎ। ভাইফোঁটায় (Bhaidooj 2023) তাই কী উপহার দেওয়া যাবে ভেবে বেজায় চিন্তায় পড়ে যান অনেকেই। তবে চেনা ছকের বাইরে একটু অন্যরকম উপহারের কথা ভাবতে পারেন এ বছর। কী দেবেন? চলুন তার একটা আইডিয়া নেওয়া যাক। 


কফি এবং চা: শীত আসছে, তাই ভাল কফি (Coffee) গিফট করতে পারেন দাদা বা ভাইকে। বাজেট একটু বেশি থাকলে কফির সঙ্গে কফি মেকার, ব্লেন্ডার, কেটল দিয়ে একটা সেটও বানিয়ে দিতে পারেন। চা পছন্দ করলে ভাল দার্জিলিং চাও (Darjeeling Tea) দিতে পারেন।


সুগন্ধি মোমবাতি: অনেকেই হ্যান্ড মেড সুগন্ধি মোমবাতি (Candle) বিক্রি করেন আজকাল। আপনি ভাইফোঁটার দিন, দাদা বা ভাইকে উপহার হিসেবে দেওয়ার জন্য এই অপশনটিও দেখতে পারেন। মোমবাতির সঙ্গে মোমবাতিদানিও দিতে পারেন। ঘর সাজানোর সামগ্রি পাওয়া যায় এমন যেকোনও দোকানেই মিলবে এই জিনিস। 


গাছের চারা: গাছের চারা দিতে পারেন উপহার হিসেবে। আপনার প্রিয়জনের বাগানের শখ থাকলে এই ভাইফোঁটায় (Bhaidooj 2023) ইন্ডোর বা আউটডোর প্ল্যান্ট উপহারে দিতে পারেন। শীতকালে ফুলের প্রচুর চারা পেয়ে যাবেন যেকোনও নার্সারিতে। চারার সঙ্গে রকমারি ফুলের টবও দিন। 


গিফট হ্যাম্পার: ড্রাইফ্রুটসের (Dry Fruits) গিফট হ্যাম্পার দিতে পারেন উপহার হিসেবে। যেকোনও ফুডমার্টে পেয়ে যাবেন বড় গিফট হ্যাম্পার। 


অন্যান্য: সেভিং কিট রাখতে পারেন তালিকায়, সঙ্গে পারফিউমও দিতে পারেন। এ ছাড়াও গিফট কার্ড দিয়ে পারেন উপহারে।  দাদা বা ভাই দূরে কোথাও একা থাকলে সে ক্ষেত্রে রেডি টু ইট কিছু খাবার একসঙ্গে করে উপহার দিতে পারেন। তাতে কাজের মধ্যেও চটজলদি কিছু খেতে পারবেন তাঁরা। দাদা বা ভাই যদি স্বাস্থ্য সচেতন হয়ে থাকেন সে ক্ষেত্রে ভাল ফিটনেস ব্যান্ড, জিমের বোতল, পছন্দের ব্র্যান্ডের প্রোটিন পাউটারও উপহারে দেওয়া যেতে পারে।                                                         


আরও পড়ুন:  Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের ডেডলাইন, আশাবাদী চাকরিপ্রার্থীরা