Memes On Kiss Day :  শেষপর্যন্ত এ বছরের মতো ভ্যালেন্টাইন উইক শেষ হওয়ার পথে। আজ প্রেম-সপ্তাহের সপ্তম দিন। তরুণ-তরুণীরা এই দিনটি চুম্বন দিবস (Kiss Day) হিসেবে পালন করছেন। যাঁরা সম্পর্কে রয়েছেন, তাঁদের ক্ষেত্রে তো এই দিনটিও প্রেম-সপ্তাহের এক গুরুত্বপূর্ণ দিন। কিন্তু যাঁরা এখনও একাকী রয়েছেন বা যাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছে তাঁদের কী! আর এমন সব লোকজনই প্রচুর সংখ্যায় সোশ্যাল মিডিয়ায় মিম (Memes)-এর সাহায্যে তাঁদের মনোভাবের কথা জানিয়ে কিস ডে পালন করছেন। দেখে নেওয়া যাক মজাদার কিছু মিম। আর এই সৃষ্টিকুশলতা কিন্তু দেখার মতো। 



এমনই সব মিম, যা দেখে হাসি আসবে


ভ্যালেন্টাইন উইকের প্রত্যেক দিনের মতো আজ কিস ডে-তেও সিঙ্গলরা সকাল থেকেই মিমের জন্য সক্রিয় হয়ে উঠেছেন। ট্যুইটারে সকাল থেকে মিমের জোয়ার দেখা গিয়েছে। এক ইউজার হেরাফেরি সিনেমার এক দৃশ্যের সাহায্যে মজাদার মিম বানিয়েছেন। এই মিমে দেখা গিয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও রাজপাল যাদবকে। 



অন্য এক ইউজার একটি ছবি আর ক্যাপশনের মাধ্যমে নিজের ছদ্ম দুঃখ প্রকাশ করেছেন



এক ইউজার তো আবার এরসঙ্গে বাবা-মাকে যুক্ত করে প্রশ্ন তুলে ধরে মিম তৈরি করেছেন।




আবার কেউ ইমরান হাসমির সিরিয়াল কিসের ছবি ব্যবহার করে তাঁর ছবি নিয়ে মিম তৈরি করেছেন। 



একজন ইউজার কার্তিক আরিয়ান ও কৃতি স্যাননের সিনেমার একটি দৃশ্য ব্যবহার করেছেন।  সিনেমার এই দৃশ্য নিয়ে তৈরি মিম দেখলে হাসি চেপে রাখা ভার হবে। 



অন্য একজন তো সৃষ্টিকুশলতার সমস্ত সীমা পার করে সিঙ্গল হওয়ার দুঃখ প্রকাশ করে এমন মিম তৈরি করেছেন, যা দেখতে বলতে ইচ্ছে করবে...’পারেও বটে’।



আর একজন তো গান নিয়ে মিম তৈরি করে ফেলেছেন।



এমনই সব মজাদার মিম তৈরি করে সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছেন ইউজারদের একাংশ। সঙ্গী নেই তো হয়েছে কী! এভাবেই তাঁরা দিনটির উদযাপনে মেতেছেন।