Kenya 10 Lakh Crow Killing: আলফ্রেড হিচককের দ্য বার্ডস সিনেমাটি হয়তো অনেকের দেখা।  আবার হয়তো অনেকেই দেখেননি। সিনেমাটি একটি বিশেষ পাখি নিয়ে। এমনিতে ধবলশুভ্র ওই পাখির দলকে দেখলে মনে ভয়ের লেশমাত্র উদ্রেক হয় না। কিন্তু এই পাখির দলই যদি হঠাৎ কোনও কারণে অদ্ভুত রকম আচরণ করতে শুরু করে ? ঘরের মধ্যে ঢুকে যায়। বেডরুম থেকে ড্রয়িংরুমে প্রবেশ করে অবিশ্রান্ত খোঁচাতে শুরু করে। খুঁচিয়ে খুঁচিয়ে রক্ত বের করে দেয়। এমনকি কারও মৃত্যুর পিছনে খুনি হিসেবে দায়ী থাকে ? দ্য বার্ডস এমনই এক হাড় হিম করা গল্প বলেছিল। যে গল্প আস্তে আস্তে মানুষের ও অন্য এক প্রজাতির মধ্যে অস্তিত্বের লড়াই হয়ে ওঠে।  কেনিয়ার ঘটনাও কতকটা তাই বলা যায়।


ঠিক কী ঘটছে কেনিয়াতে ?


এককথায় বলতে গেলে কাকের অত্য়াচার শুরু হয়েছে সেই দেশে। একের পর এক দুর্ঘটনার পিছনে দেখা যাচ্ছে কাকের ভূমিকাই প্রধান। যেমন ধরা যাক, কারও সাধের খাবারে কাকের বিষ্ঠা এসে পড়ল। অথবা কারও লম্বা চুলে নির্বিচারে কাক এসে বিষ্ঠাত্যাগ করল। শুধু এটুকু তো ভারতেও হয়। অহরহ এমন ঘটনা ঘটে। কিন্তু ব্যাপারটা এটুকুতে আটকে নেই। কে না জানে কাক কিছুটা বুদ্ধিমান প্রাণী। ফলে তাদের আক্রমণের ভঙ্গিটা বর্তমান সময়ে একটু অন্যরকম হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন পোলট্রি খামারে গিয়ে মুরগিদের উত্যক্ত করা শুরু করেছে তারা। এছাড়াও, অন্যান্য প্রজাতির পাখি দেখলে তাদের আক্রমণ করে। পাশাপাশি এয়ারপোর্টে সর্বক্ষণ ঘুরে বেড়ানোর ফলে বিমান যাতায়াতে বেশ বিঘ্ন ঘটাচ্ছে।


এই কারণেই সিদ্ধান্ত


এতসব কারণেই এই মাসের গোড়ার দিকে কেনিয়াতে কাক মারার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছর শেষ হওয়ার আগে ১০ লক্ষ কাক মারার সিদ্ধান্ত নিয়েছে কেনিয়া প্রশাসন। প্রসঙ্গত, এই কাকগুলি আদতে ভারতীয় প্রজাতির। এদের বিজ্ঞানসম্মত নাম ক্রোভাস স্প্লেনডেনস। 


কেনিয়াতে কাকের ইতিহাস


মূলত ভারত ও পূর্ব এশিয়ার আকাশেই উড়তে দেখা যায় কাককে। সেখান থেকে ১৮৯০ সাল নাগাদ কেনিয়াতে তাদের একটি দল পৌঁছায়। বিভিন্ন পোকামাকড় খেত তারা। কিন্তু উনিশ শতকের শুরু থেকেই কাক বিদ্বেষ দেখা দিতে শুরু করে। মৃত কাক নিয়ে এলে পুরষ্কার মিলত। অবশেষে তার এক শতাব্দী পর ছবিটা আরও পাল্টে গিয়েছে। এবার এক বছরে ১০ লক্ষ কাক মারার পরিকল্পনা নিয়েছে পূর্ব আফ্রিকার এই দেশ।


আরও পড়ুন - Viral Video: অফিসে ল্যাপটপে কাজ করতে করতেই বুকে ব্যথা, কয়েক মিনিটেই নিভে গেল ৩০ বছরের তরতাজা প্রাণ


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।