Chowmein Dancing On Plate: সাধারণ আর পাঁচটা খাবার টেবিলের মতোই ওই টেবিলটি। কিছুক্ষণ আগে ওয়েটার পরিবেশন করে গিয়েছে এক প্লেট চাউমিন। এসব সাধারণ দৃশ্য চোখের সামনে ঘটলেও বিশেষ কারও চোখে পড়ে না। কারণ চোখে পড়ার মতো এমন কোনও ঘটনাও নয়। কিন্তু ধরা যাক, ওই প্লেটের চাউমিন হঠাৎই মাথা তুলে তাকাল। গা ঝাড়া দিয়ে দাঁড়াল। আর তার পর… তার পর শুরু করল নৃত্য়ু। প্লেটের উপর সেই নৃত্য দেখার মতোই যেন। দুই নারী পুরুষের আদল গড়েছে চাউমিনগুলি। তারা পরস্পরের সঙ্গে হাত ধরে নাচ করছে। ভ্যাবাচ্যাকা খেয়েছেন ? সেটাই তো স্বাভাবিক। তবে সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে। আর সেই ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে ইনস্টাগ্রামে।


চাউমিনের নৃত্যের নেপথ্যে আদতে কী ?


জড় ও জীবের তফাত আমরা সকলেই জানি। যে বস্তুটি নিজের ইচ্ছেয় নাচ করা তো দূরের কথা, নিজের স্থান ছেড়ে নড়তে চড়তে পারে না, তাকেই জড় পদার্থ বলা হয়। চাউমিন প্রেমী না হলেও সকলেই জানেন এটি জড় বস্তু। ফলে হঠাৎ করে খাওয়ার সময় প্লেটের উপর উঠে নাচার কারণ কোনও নেই। বিশেষত, এমন সময় যখন কি না তাঁর ‘শেষ সময়’ আগত ! তাহলে হঠাৎ চাউমিন নাচতে শুরু করল কীভাবে ? প্রথমে অধিকাংশ নেটিজেনরাই সেটি বুঝতে পারেননি। পরে দেখা গেল, সে আসলে প্রযুক্তির কারিকুরি। কৃত্রিম বুদ্ধিমত্তার জোরেই চাউমিন সেজেছে একটি নারী ও একটি পুরুষ। তার পর তাদের মধ্যে চলছে ভালবাসার আলাপ। নাচের মাধ্যমে।


কোন বিশেষ কারিকুরিতে সম্ভব হল এই নাচ ?


এই ভিডিয়োটি আদতে কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি। আরও একটু স্পষ্ট করে যদি বলা যায়, তাহলে বলতে হয়, এর নাম জেনারেটিভ এআই বা জেনারেটিভ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স। যার দৌলতে অ্যানিমেশনের মতোই বিভিন্ন চরিত্রদের দিয়ে নানা উদ্ভট কাণ্ড ঘটানো যায়। যেমন এই চাউমিনের নৃত্য। 


প্রশংসা নেটিজেনদের


শুধু চাউমিনের নৃত্যের মতো উদ্ভট জিনিস বলে উড়িয়ে দেওয়া চলে না একে। এক নারী ও এক পুরুষের রসায়ন নান্দনিকভাবে ফুটিয়ে তুলেছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। আর তার জন্যই সমস্ত নেটিজেনরাই প্রশংসা করেছেন ভিডিয়োর নির্মাতাকে। তাঁর বুদ্ধির তারিফ করেছেন অনেকে। কেউ কেউ আবার কুর্নিশ জানিয়েছেন শিল্পভাবনার জন্য।


আরও পড়ুন - Viral Video: আপন বলতে শুধু পোষ্য, তাকেই আড়াই লাখি সোনার হার উপহার দিলেন এই মহিলা, ভাইরাল ভিডিয়ো


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।