Cobra Found In Amazon Online Package: অনলাইন বিপণন সাইট থেকে প্রয়োজনীয় একটি জিনিস অর্ডার দিয়েছিলেন বেঙ্গালুরুর এক দম্পতি। নির্দিষ্ট দিনে প্যকেজটি তাদের কাছে পৌঁছেও যায়। কিন্তু তার পরেই আসল বিপত্তি। প্যাকেজটি খুলতে গিয়েই দেখা যায় সেখানে একটি সাপ। আর যে সে সাপ সেটি নয়, সাক্ষাৎ কোবরা। যার এক ছোবলেই মানুষের মৃত্যু হতে পারে। সম্প্রতি এই ভয়াবহ প্যাকেজেরই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
কী দেখা গেল ভিডিয়োতে ?
সমাজমাধ্যম এক্স-এ পোস্ট করা ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি লাল বালতির মধ্যে প্যাকেজটি রাখা রয়েছে।সামান্য খোলা হয়েছে আমাজনের স্টিকার সাঁটা ওই বাক্সটি। স্টিকারের ঠিক গা দিয়ে উঁকি মারছে একটি বিষধর কোবরা। ধূসর রঙের সাপটি খুব স্থূল নয়। ফলে প্রথমেই চোখে না পরারই কথা। নেটিজেনদের অনেকের কথায়, বরাতজোরে বেঁচে গিয়েছেন ওই দম্পতি। ভিডিয়োর উপর দিয়ে একটি লাইনও লেখা ছিল। তাতে বলা হয়েছে, ওই বাড়ির মহিলাটি একটি এক্সবক্স কন্ট্রোলার অর্ডার দিয়েছিলেন। সেই এক্সবক্স কন্ট্রোলারই ওই প্যাকেজটির মধ্যে ছিল। যা খুলতে গিয়ে আস্ত কোবরা বেরিয়ে আসে।
প্রাণ বাঁচায় প্যাকেজিং টেপ
প্রাণ রক্ষা পেত কি না তা বলা মুশকিল ছিল এই ক্ষেত্রে। কারণ কোবরাটি প্যাকেজিং টেপের গায়ে আটকে যায়। ওই আঠায় আটকে গিয়ে সেটি নড়তে চড়তে পারছিল না। তা না হলে ওই দম্পতি সাক্ষাৎ বিপদে পড়তেন বলেই মনে করছেন অনেকে। এমনকি প্রাণহানিও হতে পারত বলেই কারও কারও মত।
অনলাইন ডেলিভারিকে তোপ
অনলাইন ডেলিভারি ব্যবস্থায় বর্তমানে বেশ কিছু গাফিলতির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রয়োজনমাফিক টাকা দিয়েও সঠিক সময়ে ডেলিভারি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ জানান অনেকেই। এছাড়াও, ডেলিভারি বয়ের দুর্ব্যবহার, অর্ডার দেওয়া জিনিসের বদলে অন্য জিনিস পাওয়ার মতো ঘটনা প্রায়ই ঘটে থাকে। তবে এবারে অর্ডার করা জিনিসের সঙ্গে কোবরা সাপ আসায় তাজ্জব বনে গিয়েছেন অনেকেই। এক নেটিজেনের কথায়, ‘অ্যামাজন তাহলে এখন সাপও ডেলিভারি দিচ্ছে। এভাবেই কি বিশ্বের শীর্ষস্থানীয় সংস্থা হবে অ্যামাজন?’ অন্য এক নেটিজেন মজার ছলে বলেন, অ্যামাজন নয়, অ্যামাজনের জঙ্গল থেকে এই জিনিসটি ডেলিভারি হয়েছে!
আরও পড়ুন - Yoga Day 2024: অতিরিক্ত মেদ থেকে হাই প্রেশার, জব্দ হবে একটি যোগাসনেই !
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।