Mother Helping Autistic Child In Dance: ভিডিয়োটি দেখে অনেকের অনুমান দক্ষিণ ভারতের কোনও একটি রাজ্যে তোলা। ভিডিয়োর ক্যাপশনে অবশ্য সেই বিষয়টি স্পষ্ট উল্লেখ করা হয়নি। তবে ভিডিয়োর নাচ, গান ও তরুণীর অপরূপ সাজ দেখে অনেকেই তাই অনুমান করেন। ভিডিয়োটি (Viral Video) অপর্ণা নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়। তার ক্যাপশনে লেখা হয়, মায়ের এই অপরিসীম ক্ষমতা নিয়ে। মায়েদের ভালবাসা জীবন দিয়েও পরিশোধ করা যায় না। মায়ের ভালবাসার শক্তিই জীবনের কঠিনতম বাধা পেরোতে সাহায্য করে। অপর্ণার ভিডিয়োর ক্যাপশনের নির্যাস ছিল অনেকটা এমনই । 


মায়ের ধৈর্য ও ভালবাসা


ভিডিয়োর ক্যাপশনে অপর্ণা লেখেন, নিজের অটিস্টিক সন্তানকে নাচের স্টেপস দেখিয়ে দিচ্ছেন একজন মা‌। দেখে বোঝা যাচ্ছে, তিনিও বেশ নাচ জানেন। এত সুন্দর দৃশ্য! অপর্ণার কথায়, আমরা হয়তো কল্পনাও করতে পারব না, কতটা কষ্ট সহ্য করতে হয়, কতটা ধৈর্য ধরতে হয় ও নিজেকে নিবেদন করতে হয় — একজন বিশেষভাবে সক্ষম সন্তানকে বড় তুলতে হলে। আজ তাকে এত সুন্দর শিক্ষায় শিক্ষিত করেছেন তাঁর মা। তাই দেখেই আপ্লুত হন অপর্ণা। ভিডিয়োটি মন জয় করে নেয় নেটিজেনদেরও।


অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আদতে কী ? 


এটি একটি নিউরোলজিক্যাল ডিসর্ডার। অর্থাৎ মস্তিষ্কের স্নায়ুর সমস্যা। এই রোগে স্নায়ুকোশ ও মস্তিষ্কের ঠিকমতো বিকাশ হয় না। যে কারণে আক্রান্ত শিশু আর পাঁচজনের সঙ্গে তাদের মতো করে‌ মিশতে পারে না,  যোগাযোগ রাখতে পারে না। ফলে‌ আচার আচরণ কিছুটা আলাদা প্রকৃতির হয়। কোনওকিছু শেখা ও মনে রাখার ক্ষেত্রে অন্যদের তুলনায় তারা কিছুটা ধীরগতির হয়। তাই অটিজম আক্রান্ত শিশুদের জন্য় আলাদা পড়াশোনার করা হয় বিভিন্ন দেশেই। সেই শিক্ষাক্ষেত্রে পড়াশোনা ছাড়াও আরও নানারকম কার্যকলাপের মধ্যে দিয়ে তারা নতুন নতুন জিনিস শেখে। নয়া অভিজ্ঞতা অর্জন করে।ভাইরাল ভিডিয়োর তরুণীর তেমনই একজন নৃত্য পারদর্শী সন্তান। তাঁর নাচ এই দিন অনেক নেটিজেনের মন জয় করে। পাশাপাশি তাঁর মায়ের অদম্য ভালবাসা ও সন্তানের জন্য প্রচেষ্টা চোখে জল আনার মতোই।


আরও পড়ুন - Rapid Weight Loss: ১ মাসে ৫ কিলো, ২ মাসে ১০! এভাবে ওজন কমাতে গিয়ে অন্য বিপদে পড়বেন না তো ?


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।