Water dripping From AC: গরমকাল মানেই এসি। আর এসির আরাম থাকলেও মাঝে মাঝে এর থেকে সমস্যা হতে পারে। এসির ইনডোর ইউনিট থেকে জল পড়া তেমনই একটি সমস্যা। অনেকের এসির ইনডোর ইউনিট থেকে জল পড়ে। যার অর্থ এসি বিগড়েছে। এই অবস্থায় অনেকেই এসি মেকানিককে ডেকে পাঠান। তার আগে জেনে রাখা ভাল। ঠিক কোন কোন কারণে এসি থেকে জল পড়তে পারে।


এসিতে জল জমে কীভাবে ?


আধুনিক এসির দুটো ইউনিট হয়। এর মধ্যে একটি হল ইনডোর ইউনিট। অন্যটি হল আউটডোর ইউনিট। ইনডোর ইউনিটটির মধ্যে একটি কয়েল থাকে। এই কয়েল ঘরের গরম হাওয়া টেনে নেয়। এবার সেই গরম হাওয়া কয়েলের মধ্যে দিয়ে যাওয়ার সময় হাওয়া থেকে বাষ্প পড়ে যায়। খুব ঠাণ্ডা হাওয়ার সংস্পর্শে আসে বলে তৈরি হয় জলীয় বাষ্প। এর পর সেই জলীয় বাষ্প একটি কনডেনসেট প্যানে জমা হয়ে পিভিসি পাইপ দিয়ে বাইরে বেরিয়ে যায়। অথবা কোনও পাইপলাইন দিয়ে কোনও অংশে জমা হয়। কোনও কারণে এই ব্যবস্থার কোথাও ত্রুটি হলে জল ঘরের মধ্যে পড়তে পারে।


এসির ইনডোর ইউনিট থেকে জল পড়ে কেন ?


১. কনডেনসেট ড্রেন প্যান নষ্ট হয়ে গেলে জল ঠিকমতো জমা হওয়ার বদলে লিক করে যায়। ফলে ঘরের মধ্যেই পড়ে।


২. বাষ্পীভবন করার কয়েলের গায়ে ময়লা জমলে বা খুব কম উষ্ণতায় সেটি জমে গেলে জল লিক করতে থাকে।


৩. কনডেনসেট পাম্প ভেঙে গেলেও এমনটা হতে পারে।


৪.রেফ্রিজারেন্ট লেভেল খুব কম থাকলে কয়েল ঠাণ্ডা হয়ে যায়। যার ফলে কয়েল ঠিকমতো কাজ করতে পারে না। 


৫. এয়ার ফিল্টারে ময়লা জমলেও জল লিক করতে পারে। কারণ ময়লা এয়ার ফিল্টার এয়ারফ্লোকে বাধা দেয়।


কীভাবে সমাধান ?


১. প্রথমে এয়ার ফিল্টার সাফ করে নিতে হবে। এর জন্য এসি ম্যানুয়াল দেখে উপরের কভারটি খুলুন। এরপর এয়ার ফিল্টার সাফ করুন।


২. ভিতরের কয়েল ঠিকমতো কাজ না করলে সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা বাড়িয়ে দেখুন। 


৩. এই পদ্ধতিতে এসি ঠিক করা না গেলে এসি বিশেষজ্ঞের সাহায্য নেওয়া ভাল। তিনি পুরো এসি খুলে ভিতরের সমস্যারও সমাধান করে দিতে পারবেন।


আরও পড়ুন - বিড়ি, সিগারেটের ছাই ক্ষতি করছে শিশুদেরও, কীভাবে কঠিন রোগ বাসা বাঁধছে খুদে শরীরে ?


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।