Smoking Effects On Children: ধূমপানের কারণে শুধু ধূমপায়ীর ক্ষতি হচ্ছে না। ক্ষতি হচ্ছে বাড়ির খুদে সদস্যদেরও। বাড়ির মধ্যে আলাদা ঘরে গিয়ে অনেকেই ধূমপান করেন। এই অভ্যাসের জেরেই খুদেরা বিপদে পড়ছে। দেখা গিয়েছে, এই ধূমপানের ফলে সিগারেট, বিড়ির সূক্ষ্ম ছাই বিভিন্ন আসবাব, জামাকাপড়ে গিয়ে জমা হচ্ছে। প্রসঙ্গত, ছোটরা এসব জিনিসে বেশি হাত দেয়। পাশাপাশি সেই হাত আবার মুখেও দেয়। এর ফলে শরীরে প্রবেশ করছে ওই ছাই। যা ভবিষ্যতে বড় বিপদ ডেকে আনতে পারে।


সিগারেট,বিড়ির ধোঁয়াতে ক্ষতিকর কোন কোন উপাদান থাকে ?


স্বাস্থ্য বিশেষজ্ঞদের কথায়, সিগারেট বিড়ির ছাইয়ের মধ্যে কমবেশি ২৫০টি ক্ষতিকর রাসায়নিক থাকে। এই তালিকায় নিকোটিন ছাড়াও রয়েছে ফর্ম্যালডিহাইড, ন্যাপথালিন ও ক্যানসার ঘটাতে পারেন এমন বিভিন্ন যৌগ। এগুলি ঘরের নানা জিনিসে দিনের পর দিন জমতে থাকে। পোশাকআশাক, বিছানার চাদর, আসবাবে জমে থাকে এগুলি। সেখানে ছোটরা হাত দিলে ও সেই হাত মুখে দিলে পেটে চলে যায় ওই সব রাসায়নিক। যা ক্যানসারের মতো কঠিন রোগও ডেকে আনতে পারে।


থার্ড হ্যান্ড স্মোকিংয়ের শিকার শিশুরা


মুম্বইয়ের পিডি হিন্দুজা হাসপাতালের চিকিৎসক ল্যানসেলট মার্ক পিন্টো সংবাদমাধ্যম আইএএনএসকে বলেন, থার্ড হ্যান্ড স্মোকিং স্বাস্থ্যের জন্য  বিপজ্জনক। এর জন্যও প্রাণঘাতী রোগ হওয়ার আশঙ্কা থাকে। আর বর্তমানে এই ধরনের স্মোকিংয়ের শিকার হচ্ছে শিশুরা। তাদের মধ্যে ধূমপানের ক্ষতিকর প্রভাব ছড়াতে শুরু করেছে। দিন দিন যা বাড়ছে বলেই ইঙ্গিত মিলছে পরিসংখ্যানে।


কাদের এই রোগের আশঙ্কা বেশি ?


প্রতি বছর ৩১ মে বিশ্ব ধূমপান ত্যাগ দিবস পালন করা হয়। এই দিন ধূমপানের নানা দিক নিয়ে সচেতনতা প্রচার করা হয়। রোগের ঝুঁকির প্রসঙ্গে নারায়ণা হেলথের চিকিৎসক ইশান কাপুর সংবাদমাধ্যমকে বলেন, সিগারেটের ছাই থেকে কিছু খুদের শরীরে রোগ হওয়ার আশঙ্কা বেশি। যেমন একদম খুদে শিশুদের মধ্যে এই সমস্যার আশঙ্কা অনেকটাই বেশি। যাদের বয়স দুই বছরের কম, তাদের শরীরে এই ক্ষতিকর রাসায়নিক সহজেই জমা হয়। অন্যদিকে যেসব শিশুদের ফুসফুসের সমস্যা রয়েছে, শ্বাসকষ্টে ভুগতে হয়, তাদেরও ঝুঁকি কম নয় বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।


আরও পড়ুন - Viral News: সারাদিন পরকীয়া, ফোন কেড়ে নিতেই বরকে বিছানায় বেঁধে শক দিলেন স্ত্রী !


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।