নয়াদিল্লি: সময়ের সঙ্গে বদলেছে সম্পর্কের সংজ্ঞা। তেমনই, সম্পর্ক নিয়ে ধারণাও বদলেছে। আগে যেখানে সারাক্ষণ বেঁধে বেঁধে থাকার কথা শোনা যেত, আজকাল মানুষজনকে বলতে শোনা যায়, ‘জিতনে দূর, উতনে পাস’। তাই দীর্ঘ সময় সম্পর্ক চালিয়ে নিয়ে যেতে, সাময়িক বিরতির জনপ্রিয়তা বাড়ছে। আর তার নতুন উপায়ও হাজির হয়েছে, যার পোশাকি নাম ‘এয়ারপোর্ট ডিভোর্স’। (Airport Divorce)

Continues below advertisement

Gen Z-দের হাত ধরে নিত্যনতুন শব্দ ও শব্দবন্ধ এখন অভিধানেও জায়গা করে নিচ্ছে। সেই তালিকায় নয়া সংযোজন ‘এয়ারপোর্ট ডিভোর্স’। নেহাত বুলি নয়, বাস্তব জীবনে  ‘এয়ারপোর্ট ডিভোর্সে’র রাস্তা ধরছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় সেই নিয়ে নিজেদের অভিজ্ঞতাও খোলাখুলি তুলে ধরছেন। কিন্তু এই  ‘এয়ারপোর্ট ডিভোর্স’ আসলে কী? (What is Airport Divorce)

ব্রিটেনের ভ্রমণপিপাসু লেখক Huw Oliver প্রথম ‘এয়ারপোর্ট ডিভোর্স’ শব্দবন্ধটির উল্লেখ করেন নিজের লেখায়। ডিভোর্স বা বিবাহবিচ্ছেদের উল্লেখ থাকলেও, ‘এয়ারপোর্ট ডিভোর্স’ মানে সত্যিকারের ছাড়াছাড়ি নয়। বরং বেড়াতে যাওয়া যাতে বিভীষিকার পরিণত হয়, একে অন্যের আচরণে যাতে তিতিবিরক্ত না হয়ে ওঠেন, তাই সাময়িক আলাদা হওয়ার সিদ্ধান্তকেই ‘এয়ারপোর্ট ডিভোর্স’ বলা হচ্ছে।

Continues below advertisement

দূরে কোথাও বেড়াতে গেলে সাধারণত বিমানযাত্রাই বেছে নেওয়া হয়। কিন্তু জিনিসপত্র গোছানো থেকে টিকিট বুকিং, হোটেল বুকিং, ঝামেলার শেষ থাকে না। তার পর আবার বিমানবন্দরে পৌঁছে চেক ইন, বোর্ডিং পাস সংগ্রহের ঝক্কি থাকে। এমন পরিস্থিতিতে পান থেকে চুন খুসলেই মেজাজ বিগড়ে যেতে পারে। এতে সবার আগে পরস্পরের উপরই রাগ গিয়ে পড়ে স্বামী-স্ত্রীর। ফলে একসঙ্গে বিমানযাত্রাও যেমন অসহ্য় হয়ে ওঠে, তেমনই গন্তব্যে পৌঁছেও পরস্পরের উপস্থিতি তিক্ত লাগে।

আর তাই ‘এয়ারপোর্ট ডিভোর্স’ বেছে নিচ্ছেন বহু যুগল। এক্ষেত্রে হাসিমুখে পরস্পরের থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তাঁরা। অর্থাৎ চেক ইন, সিকিওরিটি পর্ব পেরিয়েই ইচ্ছাকৃত ভাবে আলাদা হয়ে যাচ্ছেন। কেউ বাড়তি সময়ে স্কিন কেয়ার করে নিচ্ছেন, কেউ পছন্দের খাবার জোগাড়ে বেরিয়ে পড়ছেন, কেউ আবার আলাদা একটু জিরিয়ে নিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অনেকেই। তাঁদের মতে, কিছুটা সময় একা থাকার ফলে মন শান্ত থাকছে, সব ভুলে বেড়াতে যাওয়ার আনন্দ হচ্ছে। একটা সময় পর প্রিয়জনের অভাবও বোধ হচ্ছে। ফলে বিমান ছাড়ার আগে ফের একত্রিত হচ্ছেন যখন, সব তিক্ততা কেটে গিয়ে আনন্দেই যাত্রা করতে পারছেন। ‘এয়ারপোর্ট ডিভোর্সে’র দিকে ঝুঁকছেন অনেকেই।