কলকাতা: বর্ষাকাল (Monsoon) হোক, শীতকাল কিংবা গরমকাল। বহু মানুষকেই বলতে শোনা যায় যে, অন্যান্যদের থেকে তাঁকেই বেশি মশা (Mosquito) কামড়ায়। কেউ এই কথা বিশ্বাস করেন, আবার কেউ করেন না। কিন্তু এই কথার কি কোনও বিজ্ঞানসম্মত যুক্তি রয়েছে? এটা কি সম্ভব, কোনও মানুষকে বেশি মশা কামড়াবে (Mosquito Bites) আর কাউকে কম? কী বলছেন বিশেষজ্ঞরা?


কাদের বেশি মশা কামড়ায়? আর কেন?


বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মশা বেশি কামড়ানো কিংবা কম কামড়ানোর মধ্যেও বিজ্ঞানসম্মত যুক্তি রয়েছে। এটা ঠিক যে, মশা কাউকে বেশি কামড়ায় আর কাউকে কম। তাঁদের মতে, এর মূল কারণ হল রক্তের গ্রুপ এবং পোশাকের রং। তাঁরা জানাচ্ছেন, মশা কোনও কোনও রক্তের ধরন বেশি পছন্দ করে। সেই কারণেই সেই রক্তের ব্যক্তিদের উপর তাদের হামলা বেশি হয়। পাশাপাশি কোন রঙের পোশাক পরে রয়েছেন, তার উপরও অনেকটা নির্ভর করে মশা কামড়াবে কিনা বা বেশি কামড়াবে নাকি কম কামড়াবে। গবেষকদের মতে, কালো বা গাঢ় রঙের পোশাক পরে থাকা ব্যক্তিদের মশা বেশি কামড়ায়। 


আরও পড়ুন - Diabetes: মধুমেহ প্রতিরোধে দারুণ উপকারী গ্রিন টি


প্রসঙ্গত, বর্ষাকাল পড়তেই মশার হামলা বেশি মাত্রায় শুরু হয়ে গিয়েছে। পাড়ায় পাড়ায় ইতিমধ্যেই ডেঙ্গি সচেতনতা জারি করা হচ্ছে। বাড়ির আশেপাশে যাতে কোনওভাবেই জল জমে না থাকে, সেদিকে নজর দেওয়ার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এই সময় জমা জলে মশা ডিম পাড়ে। আর তা থেকেই হতে পারে নানা অসুখ। ডেঙ্গি, ম্যালেরিয়া, টাইফয়েড, চিকুনগুনিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই সময়ে তাই সাবধানে থাকা খুবই জরুরি। প্রয়োজনে পরামর্শ নিন বিশেষজ্ঞদের।


ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।