Joint Pain in Winter: শীতে বাড়ে শরীরের বিভিন্ন অংশের ব্যথা এবং যন্ত্রণা। এর মধ্যে সবচেয়ে কষ্টকর পেশীতে টান ধরার সমস্যা এবং গাঁটের ব্যথা। একটু অসতর্ক হলেই এই দুই সমস্যা শীতের মরশুমে বেশি করে দেখা যায়। প্রতিদিনের জীবনে কী কী করলে এই দুই সমস্যা সহজে এড়ানো সম্ভব, দেখে নিন।
- শীতকালে শরীরচর্চা করতে আলস্য লাগলেও নিয়মিত শরীরচর্চা করতে হবে শীতের মরশুমেও। হাঁটাচলা, সাঁতার কাটা, দৌড়ানো, জগিং এইসব সাধারণ একসারসাইজ করলে জয়েন্ট পেন বা গাঁটের ব্যথা কমবে শীতের মরশুমে। হাল্কা ধরনের শরীরচর্চা করলে আপনার শরীরের বিভিন্ন জয়েন্ট বা গাঁট অংশ আর শক্ত হয়ে থাকবে না। ফলে ব্যথাও কম হবে।
- শীতকালে হাল্কা গরম জলে স্নান করুন। যে অংশে ব্যথা সেখানে গরম সেঁক দিন। আরাম পাবেন অনেকটাই। উগরম জলে স্নান করলে এবং গরম সেঁক ব্যথার জায়গায় দিতে পারলে আমাদের শরীরের বিভিন্ন গাঁট অংশে এবং পেশীর শক্তভাব কমবে। সারা শরীরে ভালভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পন্ন হবে।
- ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে শীতের মরশুমে। এই জাতীয় খাবার খেলে আমাদের শরীরের বিভিন্ন পেশী শিথিল থাকে এবং হাড়ের গঠন মজবুত হয় ও ব্যথা-যন্ত্রণা কমে।
- শীতকালে জল খাওয়ার ব্যাপারে অনীহা দেখাবেন না একেবারেই। সঠিক পরিমাণে জল শীতকালে খেতেই হবে। শরীর ডিহাইড্রেটেড হয়ে গেলে পেশীতে টান ধরবে, গাঁটের যন্ত্রণা বাড়বে। তাই শীতের দিনে জল খাওয়ার দিকে বিশেষ নজর দিন।
- শীতকালে ঠান্ডা বাড়লে জয়েন্ট পেন বা গাঁটের ব্যথা বেড়ে যায়। প্রয়োজনে অবশ্যই ওষুধ খেতে হবে। কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাবেন না।
আরও পড়ুন- দিনে একটা কলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে কেন ভাল? কারা মেপে খাবেন?
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।