TVS Scooter Cashback Offer: বছর শেষ হতে চলেছে। আর কয়েকদিন পরেই নতুন বছর শুরু হবে আর এই সময় বেশ কিছু সংস্থা কিছু আকর্ষণীয় অফার (Discount Offer) নিয়ে আসে গ্রাহকদের জন্য। ২০২৫ সালে বহু বাইক, গাড়ির দাম বাড়তে চলেছে বলেই জানা গিয়েছে। টাটা, কিয়া, মার্সিডিজ, বিএমডব্লিউ ইত্যাদি গাড়ি নির্মাতা সংস্থা (TVS Scooter) তাদের বেশ কিছু মডেলের গাড়ির দাম বাড়াতে চলেছে। তবে এই বছর শেষের আগে দুটি বৈদ্যুতিন স্কুটারে চলছে বিপুল ছাড়ের সুযোগ। ডিসেম্বরে অনেক সস্তায় মিলবে এই দুটি স্কুটার। একটি হল টিভিএসের এবং অন্যটি ওলার (Ola Scooter)। টিভিএস এবং ওলার বৈদ্যুতিন স্কুটারে দারুণ ছাড়ের সুযোগ দেওয়া হচ্ছে।
টিভিএস স্কুটারে মিলছে ক্যাশব্যাক অফার
টিভিএসের আইকিউব মডেলের বৈদ্যুতিন স্কুটারে এই ডিসেম্বর মাসে বড় ক্যাশব্যাক অফার পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত টিভিএস আইকিউবের ৪.৫০ লক্ষ ইউনিট বিক্রি হয়েছে ভারতের বাজারে। আর এই নতুন রেকর্ড গড়ার উপলক্ষ্যে টিভিএস মোটরস এই আইকিউব স্কুটারের উপর ১০০ শতাংশ ক্যাশব্যাকের সুযোগ নিয়ে এসেছে। এই অফার শুধুমাত্র ১২ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত উপলব্ধ থাকবে।
টিভিএসের এই ক্যাশব্যাক অফারের মাধ্যমে কোনো গ্রাহক এই স্কুটার কিনলে বা বুকিং করলে প্রতিদিন ১০০ শতাংশ ক্যাশব্যাকের সুযোগ পেতে পারেন। এমনকী এর সঙ্গে এই স্কুটারের দামে ৩০ হাজার টাকার অফার পাওয়া যাচ্ছে। টিভিএস আইকিউব স্কুটারে ৫ বছর বা ৭০ হাজার কিমি পর্যন্ত এক্সটেন্ডেড ওয়্যার্যান্টি রয়েছে। টিভিএসের এই স্কুটারের এক্স শোরুম দাম এখন রয়েছে ৮৯,৯৯৯ টাকা। এটি এর প্রাথমিক দাম হিসেবে ধার্য করা হয়েছে।
ওলা এস ওয়ানেও মিলছে সুযোগ
ওলার ইলেকট্রিক স্কুটার ভারতের বাজারে এখন বেশ অনেকটাই জনপ্রিয়। এতে ওলা এস ওয়ান স্কুটারের মডেল মানুষের কাছে অনেকটাই জনপ্রিয়। অক্টোবর, নভেম্বরেও এই স্কুটারে অফার চলেছিল, এবার বছরের শেষে ডিসেম্বর মাসে এসেও দারুণ ছাড়ের সুযোগ রয়েছে ওলার এই বৈদ্যুতিন স্কুটারে। এই ইভিতে ৬ হাজার টাকা পর্যন্ত সুবিধে পাবেন গ্রাহক। এছাড়াও ১৬ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত সুবিধেও রয়েছে এই ওলার স্কুটারে। ভ্যারিয়ান্টের উপর নির্ভর করে ওলার অফারে পার্থক্য হতে পারে। ওলা এস ওয়ানের বেস ভ্যারিয়ান্টের এক্স শোরুম দাম ধার্য করা হয়েছে ৬৯,৯৯৯ টাকা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: গাড়ির দাম বাড়াবে টাটা মোটরস, সস্তায় কেনার সুযোগ কতদিন পাবেন ?
Car loan Information:
Calculate Car Loan EMI