কলকাতা: গলার কাছে প্রজাপতির মতো একটি ছোট্ট অঙ্গ থাইরয়েড। থাইরয়েড গ্রন্থি থেকে শরীরের মেটাবলিজম ঠিক রাখার জন্য গুরুত্বপূর্ণ দুটি হরমোন ক্ষরিত হয়। তবে পুরুষদের তুলনায় মহিলাদের শরীরে এই গ্রন্থিটির গুরুত্ব বেশি। জীবনের নানা সময়ে ও নানা ধাপে থাইরয়েড হরমোনের বিশেষ ভূমিকা পালন করে। বয়ঃসন্ধির সময় থেকেই থাইরয়েডের বিশেষ ভূমিকা রয়েছে। এর ক্ষরণের উপর নির্ভর করেছে একজনের বৃদ্ধি। এছাড়াও গর্ভধারণ, গর্ভপাতসহ নানা শারীরিক অবস্থার পিছনের থাইরেয়েডের বড় ভূমিকা রয়েছে। 


মহিলাদের জন্য কেন বেশি গুরুত্বপূর্ণ ?


সরাসরি স্ত্রীহরমোন ইস্ট্রোজেনের সঙ্গে জড়িয়ে থাকে থাইরয়েড হরমোনের কাজ। তাই মহিলাদের শরীরের এই হরমোনের গুরুত্ব বেশি। থাইরয়েড থেকে ট্রায়োডোথাইরোনিন (T3) ও  থাইরক্সিন (T4) হরমোন ক্ষরিত হয়। এই দুই হরমোন ওজন নিয়ন্ত্রণ, শরীরে শক্তি জোগান দেওয়া থেকে ত্বক, চুল ও নখের বৃদ্ধির পিছনে বড় ভূমিকা নেয়। এছাড়াও আমাদের মেটাবলিজম নিয়ন্ত্রণে সাহায্য করে T3 ও  T4 হরমোনের মাত্রা।


থাইরয়েড হরমোনের আধিক্যে কী ঘটে ?


থাইরয়েড হরমোনের পরিমাণ বেড়ে গেলে হাইপারথাইরয়েডিজম দেখা দেয়। যা থেকে ওজন কমতে থাকা, বুক ধড়পড় করা, পেট খারাপের মতো সমস্যা দেখা দেয়। জীবনের যে কোনও পর্যায়েই এই সমস্যা হতে পারে। 


থাইরয়েডের হরমোনের ঘাটতিতে কী হয় ?


থাইরয়েড হরমোন কমে গেলে হাইপোথাইরয়েডিজম হয়‌। যা থেকে রক্তে প্রচন্ড ক্লান্তি, ওজন বেড়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, শুষ্ক ত্বকের সমস্যা দেখা দেয়। এছাড়াও থাইরয়েডের হরমোনের মাত্রা ওঠানামা করলে থাইরয়েড ক্যানসার হওয়ার ঝুঁকি থাকে।


মহিলাদের কী কী সমস্যায় পড়তে হতে পারে ?



  • থাইরয়েড হরমোনের অভাবে বয়ঃসন্ধির সময় শরীরের বদল অপর্যাপ্ত হতে পারে। সময়ের আগেই অনেকটা শারীরিক বদল বা একেবারেই বদল না হওয়ার পিছনে থাইরয়েড বেশ কিছু ক্ষেত্রে দায়ী।

  • থাইরয়েডের অভাবে গর্ভাবস্থায় সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসকদের কথায়, নিয়মিত চেকআপ করে থাইরয়েড লেভেল নিয়ন্ত্রণে রাখা দরকার। 

  • অনেকের ক্ষেত্রে বারবার গর্ভপাত ঘটে। যা থাইরয়েডের হরমোনের তারতম্য থেকে হতে পারে। 

  • চুল পড়া ও শুষ্ক ত্বকের সমস্যায় অনেকেই ভোগেন। থাইরয়েড হরমোনের ওঠানামার কারণে এই সমস্যা দেখা দিতে পারে।


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আরও পড়ুন - Health Tips: আগামী মাস থেকে রুটিনে কী কী বদল চাই ? দেখে নিন গরম পড়ার আগেই