Blood Donation Rules And Criteria: বিশ্ব রক্তদাতা দিবস (World Blood Donor Day) পালন করা হয় ১৪ জুন। এই দিনটি সারা বিশ্বেই রক্তদাতাদের আত্মত্যাগকে সম্মান জানানো হয়। অন্যের প্রাণ বাঁচাতে বহু সহৃদয় ব্যক্তি নিয়মিত রক্ত দিয়ে থাকেন। তাদের জন্যই উৎসর্গ এই একটি দিন।তবে রক্তদানের জন্য বেশ কিছু নিয়ম রয়েছে। সকলেই চাইলে রক্তদান করতে পারেন না। রক্তদানের ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হয়। এই নিয়মগুলি স্বাস্থ্যসম্পর্কিত নানা নিয়ম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এই নিয়মগুলি নির্ধারিত করা হয়েছে। কী কী নিয়ম রয়েছে রক্তদানের ক্ষেত্রে ? জেনে নেওয়া যাক বিশদে।


রক্তদান করার জন্য কিছু জরুরি নিয়ম


বয়স - বয়স ১৮ থেকে ৬৫ সালের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। বিশ্বের কিছু দেশে ১৬-১৭ বছর বয়স থেকেই রক্ত দেওয়া যায় যদি শরীর ও রক্তসংবহন তন্ত্র পরিনত হয়। আবার যারা নিয়মিত রক্ত দেন, তারা চিকিৎসকের পরামর্শ মেনে ৬৫ বছরের পরেও রক্ত দেন। তবে আদর্শ বয়স ১৮-৬৫ বছর।


ওজন - ওজন অন্ততপক্ষে ৫০ কেজি হওয়া বাঞ্ছনীয়। কিছু কিছু দেশে ৪৫ কেজি ওজন হলেও রক্তদান করতে পারেন একজন। কিন্তু সেক্ষেত্রে কমবেশি ৩৫০ মিলিলিটার রক্তদান করা যায়।


স্বাস্থ্য -  রক্তদানের সময় স্বাস্থ্য ভাল থাকা জরুরি। এই সময় ঠাণ্ডা, সর্দিকাশি, গলা ব্যথা, জ্বর, পেটে ব্য়থার মতো সংক্রমণে ভুগলে চলবে না। গায়ে ট্যাটু করালে বা কানের দুল, নাকের নথ পরার ছিদ্র করলে অন্তত ছয় মাস রক্তদান করা যাবে না।কোনও চিকিৎসকের কাছ থেকে এই ছিদ্র করালে ১২ ঘন্টা অন্তত অপেক্ষা করতে হবে। এছাড়াও, দাঁতের চিকিৎসকের কাছে ছোটখাটো চিকিৎসা করাতে গেলেও একই নিয়ম প্রযোজ্য। রক্তের হিমোগ্লোবিন লেভেল পর্যাপ্ত না থাকলে রক্তদান করা ঠিক নয়। রক্তে হিমোগ্লোবিন মাত্রা মহিলাদের ১২ ও পুরুষদের ১৩ নম্বর থাকতে হবে অন্তত।


সংক্রমণপূর্ণ স্থানে ভ্রমণ করলে - ডেঙ্গি, ম্যালেরিয়া, জিকা ভাইরাসসহ যেসব এলাকায় সংক্রমণের হার বেশি। সেসব এলাকায় ভ্রমণ করলে রক্তদান করা নিষিদ্ধ সাময়িককালের জন্য। এছাড়াও, ঝুঁকিপূর্ণ যৌনতা করলে, এইচআইভি টেস্ট পজিটিভ এলে, ড্রাগের নেশা করলে রক্তদান করা যাবে না। পাশাপাশি গর্ভাবস্থা ও সন্তানকে দুধ খাওয়ানোর সময় রক্তদান না করাই নিরাপদ।


তথ্যসূত্র - বিশ্ব স্বাস্থ্য সংস্থা


আরও পড়ুন - World Blood Donor Day: বিশ্ব রক্তদাতা দিবস তাঁর জন্মতারিখেই, রক্তের গ্রুপ আবিষ্কার করে বাঁচান কোটি কোটি প্রাণ


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।