কলকাতা : মৃত্যুতেই কি সব শেষ? না। প্রাণ শরীর ছাড়লেও চালিয়ে যেতে পারেন বাঁচা। অন্যের শরীরে। মস্তিষ্কের (ব্রেন ডেথ) মৃত্যুতেও হতে পারে একই পন্থা। অঙ্গদান (Organ Donation)। নতুন জীবনের এক অঙ্গীকার।


প্রতিবছর ১৩ অগাস্ট পালিত হয় অঙ্গদান দিবস তথা ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে (World Organ Donation Day) হিসেবে। অঙ্গদানের গুরুত্ব সম্পর্কে সকলকে সচেতন করতে সঙ্গে গুরুত্ব বোঝাতে এই দিনটি পালন করা হয়ে থাকে। অঙ্গদানের প্রক্রিয়া চিকিৎসা বিজ্ঞানের হাত ধরে পৃথিবীতে খুব বেশিদিন আসেনি। ১৯৫৪ সালে প্রথম অঙ্গদানের প্রক্রিয়া ঘটেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে।


১৯৯০ সালে জোসেফ মেরি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন সফল জোড়া কিডনি প্রতিস্থাপন করে। ভারতে যদিও অঙ্গ প্রতিস্থাপনের জন্য অন্য একটি দিন উপযাপন করা হয়। সেটি ২৭ নভেম্বর। লিভার, কিডনি, হৃৎপিণ্ড, ফুসফুস সহ দেহের একাধিক অঙ্গ প্রতিস্থাপন করা যায়। দুর্ঘটনা বা শারীরিক কোনও সমস্যার কারণে গোটা বিশ্বজুড়ে একাধিক প্রাণ শুধু নষ্ট হয় কোনও অঙ্গের সমস্যার জেরে। আবার মৃত বা ব্রেন ডেথ হওয়া অনেকেরই অঙ্গ তাঁদের সঙ্গেই পুড়িয়ে বা কবর দিয়ে দেওয়া হয়।


অঙ্গদানের অঙ্গীকার করা থাকলে এরকম হাজারো প্রাণ বাঁচানো সম্ভব। চিকিৎসকরা তাই সুস্থ-সবল মানুষদের অঙ্গদানের অঙ্গীকারে উৎসাহিত করার চেষ্টা করেন হাজারো প্রাণ বাঁচানোর স্বার্থে। এইচআইভি, ক্যানসার সহ একাধিক জটিল রোগে আক্রান্তরা ছাড়া প্রায় সকলেই অঙ্গদানের অঙ্গীকার করতে পারেন। চিকিৎসক সুদীপ্ত ঘোষ বলেছেন 'আজকের দিনে লিভার, যকৃত, কিডনি প্রভৃতি প্রতিস্থাপন করা বড় ব্যাপার নয়। বড় যেটা তা হল মানুষের কুসংস্কার এবং এ বিষয়ে সচেতনতা অভাব।'



এদিকে, বিশ্ব অঙ্গদান দিবসে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের বালি-বেলুড়-লিলুয়া শাখার উদ্যোগে পদযাত্রা হাওড়ার বেলুড়ে। পদযাত্রায় অংশ নিয়ে চিকিৎসকরা বলেন, আগের থেকে অঙ্গদান অনেক বেড়েছে। এবিষয়ে আরও সচেতন হতে হবে মানুষকে। পদযাত্রায় সামিল হন বহু চিকিৎসক, স্থানীয় ক্লাবের সদস্য, স্থানীয় তৃণমূল বিধায়ক এবং রামকৃষ্ণ মিশনের ছাত্ররা। চিকিত্সকদের আশা, সাধারণ মানুষের সচেতনতা বাড়ার পাশাপাশি, আগামী দিনে অঙ্গদানের হার আরও বাড়বে।  


ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।


আরও পড়ুন-ওজন বাড়ছে? কড়া ডায়েটের সঙ্গে থাকুক এই টোটকাও