World’s Largest Password Hack: বিশ্বে এই প্রথম এত বিপুল সংখ্যক পাসওয়ার্ড ফাঁস। সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা অন্তত এমনটাই মনে করছেন। অতীতে এমন ঘটনা কোনওদিন ঘটেছে বলেই মনে করতে পারছেন না কেউ। প্রায় ১০ বিলিয়ন (1o Billion Passwords Hacked) অর্থাৎ এক হাজার কোটি পাসওয়ার্ডের একটি ফাইল ফাঁস করা হয়েছে। একটি কুখ্যাত অপরাধমূলক সাইটে এই পাসওয়ার্ডগুলি গ্রাহকদের তথ্য সমেত আপলোড করে দেওয়া হয়েছে। সম্প্রতি সাইবার সিকিউরিটি সংক্রান্ত বিশেষজ্ঞ সংবাদমাধ্যম সাইবার নিউজ এই খবর ফাঁস করে। তাদের সূত্রের খবর ‘ওবামাকেয়ার’ ছদ্মনামের এক ইউজার ওই অপরাধমূলক সাইটে গিয়ে পাসওয়ার্ড ফাইল শেয়ার করে। পাসওয়ার্ড আপলোড ও ফাঁস করার মুহূর্তের ছবি সাইবার নিউজ তাদের প্রতিবেদনে শেয়ার করেছে।


‘দ্য রক ইউ ২০২৪’


প্রায় ১ হাজার কোটি পাসওয়ার্ড ফাঁস করেছে ওই হ্য়াকার। সাইবার নিউজ সূত্রের খবর, ওই পাসওয়ার্ডগুলি প্লেন টেক্সট পাসওয়ার্ড অর্থাৎ আমার আপনার মতো সাধারণ ব্য়ক্তিরা যেগুলি ব্যবহার করে থাকেন। ‘দ্য রক ইউ ২০২৪’ নামের একটি বিশেষ ফাইলে করে ওই পাসওয়ার্ডগুলি ক্রাইম ফোরামে আপলোড করে দেওয়া হয়। ‘ওবামাকেয়ার’ ছদ্মনামের ওই হ্যাকার পাসওয়ার্ড ফাইল শেয়ারের সময় লেখে, ‘এই বছর বড়দিন অনেকটা আগেই এসে গেল। এই নাও তোমাদের বড়দিনের উপহার’ !


পুরনো ও নতুন পাসওয়ার্ড সবই বিপদে


এর আগে ২০২১ সালে ‘রক ইউ ২০২১’ ফাঁস করেছিল হ্যাকাররা। সেই ফাইলে পাসওয়ার্ডের সংখ্যা ছিল প্রায় সাড়ে আটশো কোটি। এর সঙ্গে গত তিন বছরের আরও দেড়শো কোটি পাসওয়ার্ড জোড়া হয়েছে। জুড়ে এই এক হাজার কোটি পাসওয়ার্ডের ফাইল আপলোড করেছে হ্যাকার


কী হতে পারে ?


ব্যাঙ্ক, ফোনের গোপন ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা চূড়ান্ত। ওই ক্রাইম সাইট থেকে যেসব অপরাধী এই পাসওয়ার্ড ফাইলগুলি কিনবে বা অ্যাকসেস করতে পারবে, তাদের কাছে এটি রীতিমতো হাতে চাঁদ পাওয়া।


কী করণীয় এখন ?


১. পাসওয়ার্ড বদলানো -  যতরকম অনলাইন অ্যাকাউন্ট রয়েছে সবকিছুর পাসওয়ার্ড বদলে ফেলতে হবে। সোশ্যাল মিডিয়া থেকে মেল, ফোন সবকিছুর পাসওয়ার্ড পাল্টে ফেলতে হবে।


২. ব্যাঙ্কের পিন পাল্টে ফেলা - সুরক্ষিত থাকতে ব্যাঙ্কের অ্যাপের লগইন পিন, শেয়ার ও অন্যান্য আর্থিক লেনদেন সংক্রান্ত অ্যাপের পিন, ডেবিট কার্ডসহ অন্যান্য সব পিন বদলে ফেলুন।


৩. অস্বাভাবিক কিছু হলেই ব্যবস্থা নেওয়া -  আপনার অজান্তেই কোনও সাইটে কেনাকাটা হয়েছে আপনার নম্বর দিয়ে ? আপনার মেল বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে অন্যকারও কাছেমেল যাচ্ছে ? এই সব কিছু হলেই সতর্ক হোন। অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আগে দ্রুত ব্যবস্থা নিন। প্রয়োজনের পুলিশের কাছে যান।


আরও পড়ুন - Viral News: প্রশ্নফাঁসে জড়িত প্রিন্সিপাল, চেয়ার থেকে ধাক্কা দিয়ে তুললেন কর্মীরা, ভিডিয়ো ভাইরাল


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।