কলকাতা: আজ ১৯ নভেম্বর। আজ ওয়ার্ল্ড টয়লেট ডে ২০২১ (World Toilet Day 2021)। সুস্থ থাকার জন্য যেমন স্বাস্থ্যকর খাবারের প্রয়োজন। তেমনই সুস্থতার জন্য পরিচ্ছ্বন্ন জীবনযাপনও খুবই জরুরি। কারণ, সঠিক পরিচ্ছ্বন্নতার অভাবে বহু জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে। আর তার মাধ্যমেই আমরা অসুস্থ হয়ে পড়ি। বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যকর জীবনের জন্য স্বাস্থ্যকর লাইফস্টাইল খুবই জরুরি. এর জন্য প্রথমেই যেটা জানাচ্ছেন বিশেষজ্ঞরা, তার শুরু করছেন হাত ধোওয়া দিয়ে। জানাচ্ছেন, কেন প্রতিবার শৌচাগার ব্যবহারের পর অবশ্যই আমাদের ভালো করে হাত ধোওয়া দরকার।


বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শৌচাগার ব্যবহারের সময় আমাদের হাতে অনেক জীবাণু লেগে যায়। শৌচাগার ব্যবহারের পর আমরা যদি ভালো করে সাবান দিয়ে হাত না ধুই তাহলে সেই সমস্ত জীবাণু হাতের মাধ্যমে পেটে চলে যেতে পারে। আর তা থেকেই আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারি। তাঁরা আরও জানাচ্ছেন, আমাদের শৌচাগারে সালমোনেলা, শিগেলা এবং ই কোলি নামের বিভিন্ন জীবাণু ঘুরে বেড়ায়। এছাড়াও আরও নানারকম জীবাণুর উপস্থিতি মেলে শৌচাগারে। অসুস্থতা প্রতিরোধ করার জন্য তাই শৌচাগার ব্যবহারের পর ভালো করে সাবান দিয়ে হাত ধোওয়া খুবই জরুরি।


আরও পড়ুন - Health Tips: শীতকালে কেন অবশ্যই নিয়মিত আমন্ড বাদাম খাওয়া দরকার?


স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যখন আমরা শৌচাগার ব্যবহার করি, তখন, পায়খানার পাশাপাশি জলের কল এমনকি শাওয়ারের হ্যান্ডলেও জীবাণু লেগে থাকে। বাথরুম ব্যবহারের সময় কলের হ্যান্ডেল স্পর্শ করার মাধ্যমে সেই সমস্ত জীবাণু হাতের মাধ্যমে পেটে চলে যেতে পারে। শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেরই বিভিন্ন অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে সঠিকভাবে হাত ধোওয়া দরকার।


গত দুটো বছর ধরে করোনা পরিস্থিতি চলছে। এই সময়ে পরিচ্ছ্বন্নতা আরও বেশি জরুরি। বিশেষজ্ঞরা সবসময়ই হাত পরিস্কার রাখার পরামর্শ দিচ্ছেন করোনা প্রতিরোধ করার জন্য। তবে, শুধু করোনা প্রতিরোধ করার জন্যই নয়, সাধারণ যেকোনও অসুখ প্রতিরোধ করার জন্যই আমাদের হাত সবার আগে পরিস্কার রাখা জরুরি।