Year Ending Travel Destinations: বছর শেষে ঘুরতে যাওয়া পরিকল্পনা করেন অনেকেই। কেউ যাবেন ফ্যামিলি ট্রিপে। কেউ বা সোলো ট্রিপে। দল বেঁধে ঘুরতে যান কিংবা একা একা বছরের শেষভাগে এসে কিংবা নতুন বছরকে স্বাগত জানাতে চেনা পরিচিত জায়গার বাইরে বেরিয়ে কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন, রইল তারই একটা তালিকা। ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে অসংখ্য 'ট্র্যাভেল ডেস্টিনেশন'। বছর শেষে শীতের আমেজ উপভোগ করতে কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন, দেখে নিন চট করে।
গোয়া- সমুদ্র ভাল লাগলে চোখে বুজে বছরের শেষে মানে এই ডিসেম্বর, জানুয়ারি মাসে বেড়াতে যেতে পারেন গোয়াতে। একদল বন্ধু মিলে বেড়ানোর প্ল্যান থাকলে তো কথাই নেই। গোয়া দারুণ ডেস্টিনেশন। একাধিক জনপ্রিয় বিচ রয়েছে গোয়ায়। সমুদ্র যাঁদের পছন্দ, তাঁদের মনে ধরবেই। পাবেন বাহারি সি-ফুড বা সামুদ্রিক খাবার। বিচ পার্টি, বনফায়ার করা যাবে সবই। চোখ জুড়ানো মসৃণ রাস্তায় স্কুটি নিয়ে বেরিয়ে পড়তে পারেন। চারপাশ ঘুরে দেখতে পারেন নিজের ইচ্ছে মতো। সুন্দর সুন্দর হোটেল, হোম-স্টে পাবেন গোয়ার বিভিন্ন প্রান্তে। এখানে রয়েছে অনেক ঐতিহাসিক জায়গাও। বিভিন্ন দুর্গ রয়েছে গোয়াতে। রয়েছে অপূর্ব সুন্দর কিছু চার্চও। বছর শেষে পার্টি, নতুন বছরকে স্বাগত জানিয়ে হইহুল্লোড়, বিচ ফেস্টিভ্যালের পাশাপাশি ইতিহাস এবং সংস্কৃতির মেলবন্ধন পাওয়া যাবে গোয়াতে।
কোভালাম- ঈশ্বরের নিজের জায়গা কেরল। এখানকার সমস্ত ডেস্টিনেশনই বড্ড সুন্দর। সেই তালিকায় অবশ্যই রয়েছে কোভালাম। তিরুবনন্তপুরমের উপকূল শহর এই কোভালাম। শান্ত পরিবেশ পাবেন আরব সাগরের তীরের এই জায়গায়। রয়েছে চোখ জুড়িয়ে যাওয়ার মতো প্রাকৃতিক দৃশ্য। আর একবার দেখেই পছন্দ হওয়ার মতো হোটেল, রিসর্ট। সমুদের বিচই কোভালামের অন্যতম মূল আকর্ষণ। এখানকার হোটেল-রেস্তোরাঁয় পাবেন কেরলের 'ট্র্যাডিশনাল ফুড'। বছর শেষে নতুন বছরকে স্বাগত জানাতে যদি একটু শান্ত পরিবেশ এবং পার্টি, দুটোই আপনার প্রয়োজন হয় তাহলে কোভালাম আপনার জন্য আদর্শ।
কোচি ফোর্ট- বছরের শেষভাগে বেড়াতে যাওয়ার জন্য কেরলে আরও অনেক জায়গা রয়েছে। তার মধ্যে কোচি ফোর্ট অন্যতম। বছরের শেষদিনে এবং নতুন বছরের প্রথম দিনে কোচিতে দুর্দান্ত সেলিব্রেশন হয়। পর্তুগিজ এবং ডাচ স্থাপত্যের নিদর্শন দেখা যাবে এখানকার বাড়িঘরে। ফোর্ট কোচি বিচে হয় বিখ্যাত কোচিন ফেস্টিভ্যাল। বিলাসবহুল রিসর্টের পাশাপাশি বাজেটে থাকা হোটেলও রয়েছে এখানে। অপূর্ব সুন্দর রাস্তাঘাট, দারুণ সব ক্যাফে, আর তার আনাচে কানাচে লুকিয়ে থাকা ইতিহাসের গন্ধ, ফোর্ট কোচি আপনার ভাল লাগতে বাধ্য।
মুন্নার- কেরল গেলে একবার মুন্নার দর্শন করবেন না, তা আবার হয় নাকি। কেরলের পশ্চিম দিকে অবস্থিত এই হিল স্টেশন। ধাপে ধাপে থাকা চা বাগান, সবুজে মোড়া উপত্যকা, ঠান্ডা হাওয়া, পাহাড়ে ঘেরা চারপাশের এলাকা - সব মিলিয়ে এক নৈসর্গিক সৌন্দর্য রয়েছে মুন্নারের। বছর শেষে ছুটির কদিন শান্ত পরিবেশে কাটাতে চাইলে ঘুরে আসুন মুন্নার।
উটি- কুইন অফ হিল স্টেশন বলে বিখ্যাত তামিলনাড়ুর উটি। মনোরম পাহাড়, ঘন জঙ্গল, শান্ত হ্রদ - সব পাবেন এই একটাই জায়গায়। ঘুরে বেড়ানোর প্রচুর জায়গা রয়েছে উটিতে। নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দক্ষিণ ভারতের এই জায়গা ভ্রমণ প্রেমীদের বড় পছন্দের।
মহাবলিপুরম- এছাড়াও ঘুরে আসতে পারেন চেন্নাইয়ের কাছে থাকা উপকূলীয় শহর মহাবলিপুরম। প্রাচীন অনেক মন্দির রয়েছে এখানে, যা তৈরি হয়েছে পাথর কেটে। চোখ জুড়িয়ে যাবে এইসব নিদর্শন দেখলে। সমুদ্র থেকে পাহাড় সবই রয়েছে এখানে।
পুদুচেরি- বছর শেষে ঘুরে আসতে পারেন পন্ডিচেরি বা পুদুচেরি থেকে। এই ফেঞ্চ কলোনির সুন্দর রাস্তাঘাট, পাশে সমুদ্রের গর্জন, দারুণ সব ফেঞ্চ ক্যাফে, সব পাবেন এখানে। ঘুরতে গেলে সময় কাটবে খুবই ভাল।
উদয়পুর- রাজস্থানের উদয়পুর, সিটি অফ লেকস, এটিও কিন্তু রাখতে পারেন বছরের শেষে ট্রায়ভেল ডেস্টিনেশনের তালিকায়। মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আর রাজপুর ইতিহাসের সাক্ষী থাকা একের পর এক প্যালেস, জীবনে একবার অন্তত এর সাক্ষী থাকা উচিত।
জয়পুর- বছর শেষের ট্র্যাভেল ডেস্টিনেশন হিসেবে রাখতে পারেন পিঙ্ক সিটি জয়পুরকেও। প্যালেস, দুর্গ, স্থানীয় বাজার - কী নেই এখানে। ঐতিহ্য, ইতিহাস সবের ছোঁয়া রয়েছে জয়পুরের সর্বত্র। দেখার রয়েছে এখানকার কিছু বাজারও। বছরের শেষে একবার ঘুরে আসতে পারেন রঙিন রাজস্থানের জয়পুরে।
মানালি- পাহাড় যাঁদের পছন্দ বছর শেষে কিংবা নতুন বছরকে স্বাগত জানাতে তাঁদের অবশ্যই ট্র্যাভেল ডেস্টিনেশন হোক হিমাচল প্রদেশের মানালি। বরফে ঘেরা চারপাশ দেখতে দেখতে নতুন বছরকে আহ্বান জানাতে ভালই লাগবে আপনাদের। আর মানালিতে রয়েছে প্রচুর ঘোরার জায়গা। পাশাপাশি রয়েছে ছবির মতো সাজানো দারুণ সব ক্যাফে। স্কি থেকে প্যারাগ্লাইডিং, এইসবের সুযোগও থাকছে অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে।