Nothing Phone 3a Lite: ভারতে লঞ্চ হয়েছে নাথিং ফোন ৩এ লাইট মডেল। মাঝামাঝি রেঞ্জের এই ফোনের দাম আকাশছোঁয়া নয়। নাথিং ফোন ৩এ সিরিজের লেটেস্ট মডেল এটি। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট। এর সঙ্গে ৮ জিবি র্যাম ও সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। একটি নতুন Glphy Light ডিজাইন রয়েছে এই ফোনে, যার সাহায্যে ইউজাররা অ্যালার্ট পাবেন নোটিফিকেশনের। এতদিন নাথিং সংস্থার ফোনে যে Glyph Interface ডিজাইন দেখা যেত, তা আর নাথিং ফোন ৩এ লাইট মডেলে নেই।
ভারতে নাথিং ফোন ৩এ লাইট মডেলের দাম
এই ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২০,৯৯৯ টাকা। এটি বেস ভ্যারিয়েন্ট। এই ফোনের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২২,৯৯৯ টাকা। লঞ্চ অফার হিসেবে ক্রেতাদের জন্য কিছুটা ছাড় রয়েছে। তার ফলে বেস মডেলের দাম কমে হচ্ছে ১৯,৯৯৯ টাকা। আর আরেকটি ভ্যারিয়েন্টের দাম কমে হচ্ছে ২১,৯৯৯ টাকা। আইসিআইসিআই ব্যাঙ্ক এবং ওয়ানকার্ড ব্যাঙ্কের কার্ডের সাহায্যে ফোন কিনলে তবেই অফার পাবেন ক্রেতারা। কালো, নীল, সাদা - এই তিন রঙে লঞ্চ হয়েছে ফোনটি। ৫ ডিসেম্বর থেকে শুরু হবে নাথিং ফোন ৩এ লাইটের বিক্রি। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট, বিজয় সেলস এবং ক্রোমা থেকে। এছাড়াও পাবেন অফলাইনে।
নাথিং ফোন ৩এ লাইট মডেলে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- ডুয়াল সিমের (ন্যানো+ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্টও পাওয়া যাবে এই ফোনে। ৬.৭৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ফ্লেক্সিবল AMOLED স্ক্রিন রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- নাথিং ফোন ৩এ লাইট মডেলে রয়েছে MediaTek Dimensity 7300 Pro চিপসেট। ফোনের অনবোর্ড স্টোরেজ ২৫৬ জিবি যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ইনবিল্ট র্যামের পরিমাণও ৮ জিবি যা ভার্চুয়াল ভাবে আরও ৮ জিবি বাড়ানো সম্ভব।
- ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং আরেকটি ক্যামেরা সেনসর রয়েছে। ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনের স্ক্রিনের উপর।
- নাথিং ফোন ৩এ লাইট মডেলে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে ও ৫ ওয়াটের ওয়্যারড রিভার্স চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে এই ফোনে।