Live Update: অস্কার ২০২০: সেরা ছবি ‘প্যারাসাইট’, সেরা অভিনেতা-অভিনেত্রী ওয়াকিন ফিনেক্স, রেনে জেলওয়েগার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 10 Feb 2020 11:28 AM
প্রেক্ষাপট
লস অ্যাঞ্জেলস- বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কার, অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। আজ লস অ্যাঞ্জেলসের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। এই বছরে চলচ্চিত্র জগতে নিজস্ব পরিধিতে সেরা কারা, কোন কোন ছবির মাথায় উঠল...More
লস অ্যাঞ্জেলস- বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কার, অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। আজ লস অ্যাঞ্জেলসের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। এই বছরে চলচ্চিত্র জগতে নিজস্ব পরিধিতে সেরা কারা, কোন কোন ছবির মাথায় উঠল সেরার শিরোপা, জবাব মিলবে আজই।ইতিমধ্যেই লস অ্যাঞ্জেলসের ডলবি স্টেডিয়ামে শুরু হয়ে গেছে অস্কার প্রদানের অনুষ্ঠান। কাদের মুকুটে জুড়ল অস্কারের পালক, দেখে নেব এক ঝলকে-সেরা সহ অভিনেত্রীর খেতাব জিতে নিলেন লরা ডার্ন। 'ম্যারেজ স্টোরি' ছবিটিতে অভিনয়ের জন্য এই পুরস্কার জিতলেন তিনি।সেরা ডকুমেন্টরি ফিচার নির্বাচিত হল ‘আমেরিকান ফ্যাক্টরি’। এই তথ্যচিত্রটি প্রযোজনা করেন বারাক ওবামা ও মিশেল ওবামার প্রযোজনা সংস্থা। মুক্তি পেয়েছে নেটফ্লিক্স-এ।সেরা সাউন্ড এডিটিংয়ের পুরস্কার জিতলো চলচ্চিত্র ‘ফোর্ড ভার্সেস ফেরারি’। পুরস্কার জিতে নিলেন ডোনাল্ড সিলভেস্টার।সেরা সাউন্ড মিক্সিংয়ের পুরস্কার জিতলো চলচ্চিত্র ‘নাইন্টিন সেভেন্টিন’।সেরা সিনেম্যাটোগ্রাফির পুরস্কার জিতলো চলচ্চিত্র ‘নাইন্টিন সেভেন্টিন।’ অস্কার জিতে নিলেন সিনেম্যাটোগ্রাফার রজার ডিকেন্স।সেরা সম্পাদনার পুরস্কার জিতলো চলচ্চিত্র ‘ফোর্ড ভার্সেস ফেরারি।’‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ চলচ্চিত্রের জন্য সেরা সহ অভিনেতার পুরষ্কার পেলেন ব্র্যাড পিট।সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম নির্বাচিত হল ‘টয় স্টোরি ফোর’।সেরা বিদেশী ভাষার ছবির বিভাগে অস্কার জিতে নিল দক্ষিণ কোরিয়ার ছবি ‘প্যারাসাইট’। এই ছবিটি পেল সেরা মৌলিক চিত্রনাট্যের খেতাবও।সেরা অ্যাডপ্টেড চিত্রনাট্য নির্বাচিত হল ‘জোজো র্যাবিট’।সেরা প্রোডাকশন ডিজাইনের শিরোপা জিতল ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’।সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম হিসাবে নির্বাচিত হল চলচ্চিত্র ‘ দ্য নেবারস উইন্ডো’।সেরা কস্টিউম ডিজাইন পুরস্কার জিতলো চলচ্চিত্র ‘লিটল উওম্যান’।সেরা ভিশ্যুয়াল এফেক্ট-এর পুরস্কার জিতলো চলচ্চিত্র 'নাইন্টিন সেভেন্টিন'।সেরা মেকআপ এবং হেয়ার স্টাইলিংয়ের জন্য পুরস্কার জিতলো চলচ্চিত্র 'বম্বশেল'।সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম পুরস্কার জিতলো চলচ্চিত্র ‘হেয়ার লাভ’।সেরা স্বল্প সময়ের তথ্যচিত্রের পুরস্কার জিতে নিল ‘লার্নিং টু স্কেটবোর্ড ইন আ ওয়র জোন : ইফ ইউ আর আ গার্ল’।সেরা অরিজিনাল স্কোর - 'জোকার'।সেরা অরিজিনাল সং-এর পুরস্কার জিতে নিল 'রকেটম্যান' ছবির ‘আই অ্যাম গনা লাভ মি এগেইন’।সেরা পরিচালকের সম্মান পেলেন দক্ষিণ কোরিয়ার ছবি 'প্যারাসাইট'-এর পরিচালক বং জুন হো।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">