ব্রিসবেন: ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) তৃতীয় টেস্ট ম্যাচে তিনি খেলেননি। প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর। তবে সেই ম্যাচ ড্র হওয়ার পরই তিনি যে এরকম সিদ্ধান্ত নেবেন, ভাবতেই পারেননি কেউ। 


সকলকে হতবাক করে দিয়ে অবসর ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। বর্ডার গাওস্কর ট্রফি চলার মাঝপথে অশ্বিন অবসর ঘোষণা করায় বিস্মিত ক্রিকেট মহল। সাধারণত কোনও সিরিজের শেষে বা বড় কোনও টুর্নামেন্টের আগে অবসরের সিদ্ধান্ত নিয়ে থাকেন ক্রিকেটারেরা। ব্যতিক্রমী অশ্বিন। সিরিজের মাঝপথে অবসর নিলেন। তাও সিরিজ চলছে দেশের মাটিতে নয়, বিদেশে।


বুধবার ম্যাচ শেষ হওয়ার পর অধিনায়ক রোহিত শর্মার সঙ্গেই সাংবাদিক সম্মেলনে আসেন অশ্বিন। সেখানেই তিনি অবসরের ঘোষণা করেন। তবে তিনি এ নিয়ে কোনও প্রশ্নের উত্তর দেননি।


অশ্বিনের ঘোষণা শুনে হতবাক রোহিতও। বলেন, 'ভারতের সর্বকালের অন্যতম সেরা ম্যাচ উইনার অশ্বিন। ও এই সিদ্ধান্তটা নেওয়া নিয়ে নিশ্চিত ছিল। আমি পারথে দলের সঙ্গে যোগ দিয়ে সেটা জানতে পারি। আমি টেস্ট ম্যাচের প্রথম তিন-চার দিন ছিলাম না। তবে সেই থেকেই ওর মনে অবসরের সিদ্ধান্ত ঘোরাফেরা করছিল। আমি নিশ্চিত এর পেছনে অনেক কারণ রয়েছে। অ্যাশ (দলে অশ্বিনের ডাকনাম) ঠিক জায়গায় থাকলে ও-ই এই প্রশ্নের সবচেয়ে ভাল উত্তর দিতে পারবে।'


রোহিত যোগ করেন, 'অ্যাশ জানে দল কী ভাবছে। ও জানে কীরকম কম্বিনেশন নিয়ে আমরা খেলতে চাই। এখানে এসেও জানতাম না কোন স্পিনারকে খেলানো হবে। আমরা শুধু চেয়েছিলাম কোন পরিবেশে খেলতে হয় সেটা দেখে সিদ্ধান্ত নেব। তবে হ্যাঁ, পারথে আমার সঙ্গে এটা নিয়ে ওর কথা হয়েছিল আর আমি ওকে বুঝিয়েছিলাম গোলাপি বলের টেস্টের জন্য থেকে যেতে।'


দলের প্রথম একাদশে জায়গা হারানোর পরই যে অবসরের সিদ্ধান্ত নেন অশ্বিন, রোহিতের কথায় স্পষ্ট ইঙ্গিত। বলেছেন, 'ও হয়তো ভেবেছে আমাকে যদি প্রয়োজনই না হয় তাহলে সিরিজে থেকে কী লাভ। খেলাকে বিদায় জানাই। তবে একথাও ঠিক যে, আমরা এখনও মেলবোর্নে যাইনি। ওখানে কী ধরনের পরিবেশ থাকবে, কী কম্বিনেশন নিয়ে খেলব জানি না। অ্যাশের কথায় শুধু বলতে পারি, ও যদি এরকমই ভেবে থাকে তবে সেই ভাবনার জায়গা দেওয়া উচিত, ওর সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত এবং ওর পাশে থাকা উচিত।'


আরও পড়ুন: একা সৌরাশিস নয়, এক বল নাকানিচোবানি খাইয়েছিল কার্তিক, বালাজিকেও! অশ্বিনের কেরামতির গল্প







আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।