মুম্বই: মাঝ সমুদ্রেই উল্টে গেল যাত্রী বোঝাই নৌকা। ৩০-৩৫ জন যাত্রী ছিলেন নৌকায়, সকলেই ডুবলেন জলে। আতঙ্ক চরমে। মুম্বইয়ের (Mumbai News) গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছেই ঘটেছে এই দুর্ঘটনা। সঙ্গে সঙ্গেই এগিয়ে এসেছে অন্য সমস্ত জাহাজগুলি। উদ্ধারকাজ (Boat Capsizes) চলছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন এখনও পর্যন্ত ১০১ জনকে উদ্ধার করা হয়েছে এবং মোট ১৩ জন মারা গিয়েছেন এই দুর্ঘটনায়।
মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টার উদ্দেশে যাচ্ছিল সেই যাত্রীবাহী নৌকাটি। আর তারই মধ্যে মাঝ সমুদ্রে হঠাৎ করে ডুবে যায় নৌকা। আর তা দেখেই ছুটে আসে অন্যান্য জাহাজগুলি। ভারতের উপকূলরক্ষী বাহিনীর তৎপরতায় শুরু হয় উদ্ধারকার্য। কিছুক্ষণ আগে পর্যন্তও জানা গিয়েছিল যে ১ জন মৃত, তবে মৃত সংখ্যা বেড়ে হল ১৩ জন। দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন যে গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে সমুদ্রে নৌবাহিনীর একটি স্পিডবোটের ধাক্কাতেই উল্টে যায় 'নীলকমল' নামের এই যাত্রীবাহী নৌকা। দুপুর ৩টে ৫৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
মুম্বই পুলিশসূত্রে জানা গিয়েছে যে, উড়ানের কাছে করঞ্জা নামক এলাকায় নীলকমল নামের সেই নৌকাটি ডুবে যায় সমুদ্রে। এই নৌকায় ছিলেন ৩০-৩৫ জন যাত্রী, মূলত পর্যটক। নৌবাহিনী, ইয়েলোগেট থানার পুলিশ, উপকূলরক্ষী বাহিনীর প্রচেষ্টা চলছে উদ্ধারকাজ। ১১টি নৌবাহিনীর বোট এবং ৩টি জল-পুলিশের নৌকা আর একটি উপকূলরক্ষীদের নৌকা উদ্ধারকার্যে নেমেছে। এমনকী চারটি হেলিকপ্টারও এই উদ্ধারকাজে সামিল হয়েছে। স্থানীয় মৎস্যজীবীরাও সামিল হয়েছেন উদ্ধারকাজে, যোগ দিয়েছে জওহরলাল নেহেরু বন্দর কর্তৃপক্ষ। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি।
দেখুন সেই ভিডিয়ো:
এই ঘটনা সম্পর্কে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছিলেন, "আমি প্রাথমিক কিছু তথ্য পেয়েছি। প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন সেই নৌকায়। তাদের মধ্যে ২০ জনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুসারে এখনও ৫-৭ জন যাত্রী নিরুদ্দেশ। সম্পূর্ণ তথ্য পাওয়া মাত্রই আমি হাউজে এই বিষয়ে মন্তব্য জানাব। দুপুর ৩টে ১৫ নাগাদ এলিফ্যান্টা থেকে এই নৌকাটি রওনা দেয়।"
তবে এএনআই সংবাদমাধ্যমের সূত্র অনুসারে, সেই নৌকায় মোট ৮৫ জন যাত্রী উপস্থিত ছিল। তাদের মধ্যে ৮০ জনকে উদ্ধার করা হয়েছে, ৫ জন এখনও নিখোঁজ। একজন মৃত এবং ৫ জন যাত্রীকে হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়। এই তথ্য পাওয়া গিয়েছে বৃহৎমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের সূত্র থেকে। তবে এই সংখ্যাটা আরও বেড়ে পরে মৃতের সংখ্যা হয় ১৩ জন, উদ্ধার পেয়েছেন ১০১ জন। দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করা হবে। এই সম্পূর্ণ ঘটনা পুলিশ এবং নৌবাহিনী তদন্ত করে দেখবে বলেও জানিয়েছেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।