live updates: মহারাষ্ট্রে ১৬২ বিধায়ককে পাঁচতারা হোটেলে ‘প্যারেড করাচ্ছে' শিবসেনা, কংগ্রেস, এনসিপি, রাজ্যপালকে দেখে যাওয়ার আবেদন সঞ্জয় রাউতের, হাজির শরদ, উদ্ধব, খাড়্গে

কংগ্রেস, এনসিপি, শিবসেনা জোটের নাম দিয়েছে মহারাষ্ট্র বিকাশ আঘাদি। বিজেপি আচমকা বিদ্রোহী এনসিপি নেতা অজিত পওয়ারের সাহায্যে সরকার গড়ার দুদিন বাদেই তিন দল নিজেদের শক্তি প্রদর্শনের রাস্তায় হাঁটল। শনিবার সকালে ভোরের আলো ফুটতেই খবর ছড়ায়, বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী ও অজিত পওয়ার উপমুখ্যমন্ত্রী পদে শপথও নিয়েছেন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 25 Nov 2019 08:10 PM

প্রেক্ষাপট

মুম্বই: মহারাষ্ট্র রাজনীতিতে নাটক, টানটান উত্তেজনার আবহেই শক্তির পরিচয় দিতে মুম্বইয়ের পাঁচতারা হোটেলে নিজেদের শিবিরের ১৬২ বিধায়ককে জনসমক্ষে প্যারেড করানোর সিদ্ধান্ত শিবসেনা, এনসিপি, কংগ্রেসের। রাজ্যপাল ভগত্ সিংহ কোশিয়ারিকে সেখানে এসে...More

পাঁচতারা হোটেলে বিধায়কদের জমায়েতে কংগ্রেস নেতা অশোক চহ্বান বলেন, ১৬২ নয়, তার চেয়ে বেশি বিধায়ক আছে আমাদের। আমরা সবাই সরকারের শরিক হব। বিজেপিকে রুখতে এই জোটের অনুমতি দেওয়ায় সনিয়া গাঁধীকে ধন্যবাদ। আমাদের সরকার গড়তে আমন্ত্রণ জানানো উচিত রাজ্যপালের। মহারাষ্ট্র কংগ্রেসের সভাপতি বালাসাহেব ঠোরাট বলেন, আমাদের এই বৈঠকের পর নতুন তৈরি সরকারের ইস্তফা দেওয়া উচিত কেননা ওদের সংখ্যাগরিষ্ঠতা নেই। আমাদের সঙ্গে ১৬২ জন এমএলএ আছেন।