বিজেপি-বিরোধী জোট গঠনের জোর উদ্যোগ, রাহুলের কাছে চন্দ্রবাবু, দেখা করবেন পাওয়ার, মায়াবতী, অখিলেশের সঙ্গেও

প্রসঙ্গত, ২৩ মে ভোটের ফল বেরনোর দিনই ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী বিরোধী দলগুলির নেতাদের নিয়ে বৈঠকে বসছেন। তার আগেই রাহুল-চন্দ্রবাবু বৈঠকে বসলেন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 18 May 2019 08:31 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: রাহুল গাঁধীর সঙ্গে দেখা করে লোকসভা নির্বাচনের ফল প্রকাশ পরবর্তী পরিস্থিতিতে বিজেপির সরকার গঠন ঠেকানোর ব্যাপারে আলোচনা করলেন চন্দ্রবাবু নাইডু। বিজেপি-বিরোধী জোট গঠনের প্রয়াস জোরদার করা নিয়ে কথা হয়...More

প্রসঙ্গত, উত্তরপ্রদেশে সপা, বসপা, আরএলডি জোট বেঁধে লড়ে বিজেপিকে ধাক্কা দিতে চাইছে। উত্তরপ্রদেশ ৮০ জন এমপিকে সংসদে পাঠায়।