Live Updates: উদ্বাস্তুদের নিয়ে ভুল বোঝাচ্ছে বিজেপি, মধ্যমগ্রামের জনসভায় দাবি মমতার

সংশোধিত নাগরিকত্ব বিল আইনে পরিণত হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশ ও মিছিল করে চলেছেন তৃণমূল নেত্রী।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 09 Jan 2020 03:07 PM




উদ্বাস্তুদের ভুল বোঝাচ্ছে বিজেপি, সিএএ বিরোধী সমাবেশে দাবি মমতার


উদ্বাস্তুদের নিয়ে ভুল বোঝাচ্ছে বিজেপি। এই রাজ্য সরকার উদ্বাস্তুদের নাগরিকত্ব দিয়েছে, মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার নামে মিথ্যে কথা বলা হচ্ছে। মধ্যমগ্রামের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বললেন। তাঁর দাবি, মতুয়ারা ভারতেরই নাগরিক, নতুন করে কে তাঁদের নাগরিকত্ব দেবে? নাগরিক হতে গেলে ৫ বছরের জন্য বিদেশি হতে হবে, নতুন নাগরিকত্ব আইনে সংস্থান রেখেছে মোদী সরকার। কেন্দ্র গরিব মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে আর মানুষের মধ্যে বিভেদ করছে। যাঁরা নির্বাচনে ভোট দেন, সবাই দেশের নাগরিক বলে মন্তব্য করেন তিনি।
তৃণমূলনেত্রীর কথায়, এনপিআর-এ নতুন ৬টি তথ্য দিতে হবে, মায়ের জন্মতারিখ উল্লেখ করতে হবে এনপিআর-এ। এটা সকলের ক্ষেত্রে কীভাবে করা সম্ভব? তবে কেউ কেউ আন্দোলনের নামে জলঘোলা করার চেষ্টা করছে, আন্দোলন চলুক কিন্তু শান্তিপূর্ণভাবে। সবাইকে নিয়ে আন্দোলন করতে হবে, ভাগাভাগির আন্দোলন নয়। মমতার দাবি, অনলাইনে নাগরিকত্ব কখনও সম্ভব নয়, রাজ্যে এনআরসি, এনপিআর হবে না, করতে দেব না বলে ফের মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বলেন, রাজ্য থেকে একজন মানুষকেও তাড়াতে দেব না।
কং-বামকে তোপ দেগে মমতার ঘোষণা, ১৩-ই সনিয়ার ডাকা বৈঠকে যাচ্ছেন না



তিনি একাই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) বিরোধী আন্দোলন করবেন বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে ১৩ জানুয়ারি বিরোধীদের ডাকা বৈঠকে তিনি যাচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি নিশানা করেছেন কংগ্রেস, বামেদের। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ওরা পশ্চিমবঙ্গে নোংরা রাজনীতি করছে। গতকালের একাধিক ট্রেড ইউনিয়নের ডাকা সর্বভারতীয় ধর্মঘটের কর্মসূচিতে পশ্চিমবঙ্গের নানা জায়গায়, বিশেষ করে মালদহে ব্যাপক হিংসা, অশান্তির প্রেক্ষাপটে তিনি কংগ্রেস, সিপিএমকে তীব্র আক্রমণ করেন। ধর্মঘটের নামে গুন্ডামি বরদাস্ত নয় বলেও জানান। এপ্রসঙ্গেই তিনি রাজ্য বিধানসভায় আজ ঘোষণা করেন, বুধবারের কংগ্রেস-বাম গুন্ডাবাজির প্রতিবাদেই ১৩ জানুয়ারি কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধীর ডাকা বৈঠকে থাকছেন না। মুখ্যমন্ত্রী বলেছেন, সিএএ, এনআরসি, এনপিআরের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব, কিন্তু ধর্মঘট, হিংসাশ্রয়ী প্রতিবাদ, বিক্ষোভ কখনও সমর্থন করব না।

প্রেক্ষাপট

কলকাতা: সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ফের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গে মিছিল করবেন তৃণমূল নেত্রী। আজ মধ্যমগ্রাম থেকে বারাসাতের কাছাড়ি ময়দান পর্যন্ত মিছিল করবেন তিনি।


মিছিলের পর সেখানেই যাত্রা উৎসবের সূচনা করবেন মমতা। সংশোধিত নাগরিকত্ব বিল আইনে পরিণত হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশ ও মিছিল করে চলেছেন তৃণমূল নেত্রী। মিছিল করেছেন শিলিগুড়ি, কলকাতা ও পুরুলিয়াতে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.