LIVE UPDATE: অগ্নিগর্ভ অসম, বদলি গুয়াহাটি পুলিশ কমিশনার সহ একাধিক শীর্ষ পুলিশ আধিকারিক

নতুন কমিশনার হয়েছেন মুন্না প্রসাদ গুপ্তা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 12 Dec 2019 07:21 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: অসমের অগ্নিগর্ভ পরিস্থিতি সামলাতে সেখানে নামানো হল ৫ কলাম সেনা। ত্রিপুরায় মোতায়েন অসম রাইফেলসের তিন কলাম। এক-একটি কলামে প্রায় ৭০ জন জওয়ান এবং ১-২ জন অফিসার থাকেন। অসমের গুয়াহাটি...More

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তাল হওয়া অসম সহ দেশের উত্তর-পূর্ব রাজ্যগুলির মানুষকে টুইটারের মাধ্যমে শান্ত ও আশ্বস্ত করার চেষ্টা করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করল কংগ্রেস। মোদির টুইটের পাল্টা হিসেবে বিরোধী দল লিখেছে, আপনার আশ্বাসবাণী অসমবাসীর কাছে পৌঁছচ্ছে না। কারণ, ওখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিন অসমীয়া ইংরেজিতে করা একাধিক টুইটে মোদি বলেন, ব্যক্তিগতভাবে তিনি নিজে এবং কেন্দ্র সরকার সংবিধানের ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অসমবাসীর রাজনৈতিক, ভাষা, সাংস্কৃতিক ও ভূমি অধিকার রক্ষা করতে সাংবিধানিকভাবে দায়বদ্ধ। মোদি লেখেন, অসম ও পূর্ব ও উত্তর-পূর্বের সকল ভাই-বোনেদের আশ্বস্ত করছি, নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়া নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। কেউ আপনাদের অধিকার, পরিচয়, সংস্কৃতি ও ভাষা কেড়ে নিতে পারবে না। অসম চুক্তির ৬ নম্বর ধারা অনুযায়ী তা সংরক্ষিত। দিনে দিনে তা আরও বিকশিত, সমৃদ্ধ হবে। আমি বিশেষ করে অসমের যুবসম্প্রদায়ের উদ্দেশ্যে বলতে চাই, তাঁরা যেন চিন্তিত না হন। প্রধানমন্ত্রী লেখেন, আপনাদের উন্নয়নে রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে কেন্দ্র।
মোদির এই টুইটকেই কটাক্ষ করেছে কংগ্রেস। বিরোধী দল লিখেছে, আমাদের অসমিয়া ভাই বোনেরা আপনার এই আশ্বাস-বার্তা পড়তে পারবেন না মোদিজি। আপনি হয়তো ভুলে গিয়েছেন, তাঁদের ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে।