নয়াদিল্লি: কেউ আঘাত পেয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী। কিন্তু কোনও সম্প্রদায় বা পীড়িত পরিবারের কাউকে আঘাত করা উদ্দেশ্য ছিল না তাঁর। কিন্তু চলচ্চিত্র বিশেষজ্ঞ হিসেবে যা ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The kashmir Files) নিয়ে যা বলেছেন, তাতে কোথাও খাদ নেই বলে এ বার জানালেন ইজরায়েলি চলচ্চিত্র নির্মাতা তথা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI)-র নির্বাচক হয়ে ভারতে আসা নাদভ ল্যাপিড (Nadav Lapid)। ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি ‘কুরুচিকর প্রজ্ঞাপনে’র চরম নিদর্শন ছাড়া কিছু নয় বলে এখনও নিজের মন্তব্যেই অনড় নাদভ।
নাদভ জানিয়েছেন, পীড়িত পরিবারের কাউকে আঘাত করা উদ্দেশ্য ছিল না তাঁর
গোয়ায় আয়োজিত চলচ্চিত্র উৎসবে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি দেখানোর আদৌ উপযুক্ত কিনা, তা নিয়ে শুরু থেকেই বিতর্ক। ছবিটির সমালোচনায় সরব হন নাদভ। ছবিটিকে তিনি ‘কুরুচিপূর্ণ’, ‘প্রজ্ঞাপনমূলক’ বলে ব্যাখ্যা করেন তিনি। তাতে তীব্র আক্রমণের মুখে পড়েন নাদভ। বিবেক, অনুপম খের, বিজেপি নেতা থেকে শুরু করে অনেকেই তাঁর সমালোচনা করেন। এমনকি চলচ্চিত্র উৎসবের অন্য় নির্বাচকরাও নাদভের মন্তব্যকে তাঁর ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করেন। ভারতে ইজরায়েলের রাষ্ট্রদবূত নাওর গিলোঁও তাঁর মন্তব্যের নিন্দা করেন। তবে তা একেবারেই গায়ে মাখতে চান না নাদভ। তাঁর দাবি, রাজনৈতিক মতাদর্শ থেকেই আক্রমণ করা হচ্ছে তাঁকে।
আরও পড়ুন: Bharat Jodo Yatra: 'মুছে যাক ঘৃণা, গোলাপের সুঘ্রাণ থাক মনে', দেশ জুড়তে রাহুলের পাশে স্বরা
চলচ্চিত্র উৎসবে তাঁর মন্তব্যে বিতর্ক শুরু হতেই ভারত ছেড়ে চলে গিয়েছেন নাদভ। তার পর গোটা ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে সংবাদমাধ্যমে তিনি বলেন, “কাউকে অপমান বা আঘাত করা উদ্দেশ্য ছিল না আমার। পীড়িতদের কোনও ভাবেই আঘাত করতে চাইনি আমি। আমার মন্তব্যে যদি কেউ আহত হয়ে থাকেন, তার জন্য ক্ষমাপ্রার্থী আমি। কিন্তু একই সঙ্গে বলে রাখি, যা বলেছি, আমার তো বটেই, অন্য সদস্যদেরও ওই ছবি কুরুচিকর প্রোপাগান্ডা ছাড়া অন্য কিছু বলে মনে হয়নি। চলচ্চিত্র উৎসবে জায়গা পাওয়ার উপযুক্তই নয় ছবি। বার বার একই কথা বলব আমি।”
নাদভের কথায়, “যাঁরা ওই ভয়াবহতার শিকার হয়েছেন, সেই সব পীড়িত এবং আজও যাঁরা নিপীড়িত হচ্ছেন, তাঁদের অত্যন্ত শ্রদ্ধা করি। কিন্তু তাঁদের নিয়ে ওই মন্তব্য করিনি আমি। ১০ হাজার বারও যদি বলতে হয়, তাহলেও বলব, রাজনীতি, ইতিহাস বা কাশ্মীরের ঘটনার ভয়াবহতা নিয়ে মন্তব্য করিনি। শুধু ওই ছবি নিয়ে কথা বলেছি। কারণ আমার মনে হয়েছে, ওই ভয়াবহতা নিয়ে তৈরি ছবি উচ্চমানের হওয়া উচিত।“
এক বার নয় হাজার বার বলবেন, জানালেন নাদভ
নাদভের মন্তব্যকে ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করেছেন চলচ্চিত্র উৎসবের অন্য নির্বাচকরা। তা নিয়ে প্রতিক্রিয়া চাইলে পরিচালক বলেন, “মোটেই আমার ব্যক্তিগত মতামত ছিল না। আমাদের সবারই মনে হয়েছিল যে, ছবিতে তথ্য বিকৃত করে দেখানো হয়েছে, অত্যন্ত কুরুচিকর প্রোপাগান্ডাকে তুলে ধরতে কৌশলে হিংসা দেখানো হয়েছে, যাতে বিশেষ একটি বার্তা পৌঁছে দেওয়া যায়, যাতে আরও বেশি ঘৃণার সঞ্চার হয়, শত্রুতা বাড়ে।” তবে এত বিতর্ক সত্ত্বেও ভারতে চলচ্চিত্র উৎসবে শামিল হতে পেরে কৃতজ্ঞ বলে জানিয়েছেন নাদভ।