বিহারের সীতামারিতে আন্তর্জাতিক সীমান্তে গুলি নেপাল সশস্ত্র পুলিশের, হত ১ স্থানীয়, জখম ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Jun 2020 04:05 PM (IST)
সরকারি সূত্রের বক্তব্য, আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি জায়গায় যাওয়া নিয়ে নেপাল সশস্ত্র পুলিশের সঙ্গে এলাকার বাসিন্দাদের বিরোধ, গন্ডগোল চলছিল।
নয়াদিল্লি: বিহারের সীতামারিতে ভারত-নেপাল আন্তর্জাতিক সীমান্তে নেপাল পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। গুলিতে একজন মারা গিয়েছেন, জখম ২। স্থানীয় লোকজনের সঙ্গে নেপাল সশস্ত্র পুলিশের হাতাহাতি, সংঘর্ষের জেরে শুক্রবার গুলি চলেছে বলে জানিয়েছেন সশস্ত্র সীমা বলের (এসএসবি) পটনা ফ্রন্টিয়ারের ইনস্পেক্টর জেনারেল সঞ্জয় কুমার। সশস্ত্র সীমা বল এতে জড়িত নয় বলেও জানিয়েছেন তিনি। স্থানীয় পুলিশ ও এসএসবির পদস্থ কর্তারা ঘটনাস্থলে রয়েছেন। সরকারি সূত্রের বক্তব্য, আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি জায়গায় যাওয়া নিয়ে নেপাল সশস্ত্র পুলিশের সঙ্গে এলাকার বাসিন্দাদের বিরোধ, গন্ডগোল চলছিল। একটি সূত্রের খবর, সীতামারির শোনভদ্র থানার আওতাধীন মোহোবা গ্রামে লালবন্দি-জানকি নগর বর্ডারে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি ভারতীয় বলে জানা গিয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, নেপাল পুলিশ স্থানীয় লোকজন অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করায় গুলি চালাতে বাধ্য হয় বলে দাবি করেছে। প্রসঙ্গত, করোনাভাইরাস অতিমারী সংক্রমণের জেরে ২২ মার্চ আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দেয় নেপাল।