তিরুপতি (হায়দরাবাদ): ১০১ নট আউট! করোনাকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হলেন শতায়ু পার করা তিরুপতির এই মহিলা। শনিবার, তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স-এর অন্তর্গত শ্রী পদ্মাবতী মহিলা কোভিড হাসপাতাল থেকে ছাড়া পান ১০১ বছর বয়সী পি মঙ্গম্মা।


হাসপাতালের সুপার জানান, কয়েকদিন আগেই কোভিড পজিটিভ হন মঙ্গম্মা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয় আইসোলেশন ওয়ার্ডে। সেখানে সর্বোত্তম সেবার মাধ্যমে তাঁকে সুস্থ করে তোলেন চিকিৎসক থেকে শুরু করে নার্স, প্যারা মেডিক্যাল ও স্যানিটেশন কর্মীরা।


ওই চিকিৎসক বলেন, যাঁরা করোনাকে মৃত্যুভয় পাচ্ছেন, তাঁদের কাছে মঙ্গম্মা জীবনের উদাহরণ। ১০১ বছরেও অত্যন্ত সাহস ও আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই চালিয়েছেন শতায়ু পার করা মঙ্গম্মা।


১২ দিন হাসপাতালে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে তা জিতে শনিবার বাড়ি ফিরেছেন মঙ্গম্মা। হাসপাতালের তরফে জানানো হয়, দেখে এক ঝলকে কেউ-ই বলতে পারবেন না, যে মঙ্গম্মা শতবর্ষ পার করেছেন।


বৃদ্ধার পরিচিত একজন সেই হাসপাতালে থাকায় তিনি তাঁর বয়স চিকিৎসকদের জানাতে, হাসপাতালের পক্ষ থেকে মঙ্গম্মার জন্য একজন পৃথক স্বাস্থ্যকর্মীকে নিয়োগ করা হয়।


মঙ্গম্মা সুস্থ হওয়ায় হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তাঁর পরিবার।