শিশুর পেট থেকে বেরল ১২৩টি চুম্বকের পুঁতি, অবাক কাণ্ড চিনে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Nov 2020 08:55 PM (IST)
চুম্বকের পুঁতি সাধারণত একটু বড় মাপের হয়। তাই একসঙ্গে এতগুলো পুঁতি গিলে ফেলার ঘটনা বিরল।
বেজিং: সংসার চালাতে স্বামী-স্ত্রী দুজনকেই বেরতে হয় চাকরিতে। বাড়িতে ১২ বছরের মেয়ের সঙ্গে একাই রেখে যান ৫ বছরের ছেলেকে। নজরদারির অভাবে, টিভি দেখতে মত্ত বছর পাঁচেকের বাচ্চা হাতের কাছে থাকা খেলনা মুখে পুরে গিলে ফেলে। যার জেরেই ঘটে বিপত্তি। অভিভাবকরা বাড়িতে ফিরে এলে মেয়ে অভিভাবকদের জানায় ঘটনা। স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি বের করে দেন একটি চুম্বকের পুঁতি। হাঁফ ছেড়ে বাঁচেন অভিভাবকরা। কিন্তু তারপরও ব্যথায় কাতরাতে থাকে শিশুটি। পরে অন্য চিকিৎসক পেটের এক্স-রে করলে চক্ষু চড়কগাছ হয়ে যায় সবার। ধরা পড়ে, বাচ্চাটির পেটে জমে রয়েছে খেলনার মধ্যে থাকা অজস্র চুম্বকের পুঁতি। অগত্যা পরিস্থিতি বেগতিক দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। চার ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচারের পর শিশুটির পেট থেকে বের হয় ১২৩ টি চুম্বকের পুঁতি। ঘটনা চিনের। স্থানীয় চিকিৎসকরাও এমন ঘটনায় হতবাক। তাদের বক্তব্য, চুম্বকের পুঁতি সাধারণত একটু বড় মাপের হয়। তাই একসঙ্গে এতগুলো পুঁতি গিলে ফেলার ঘটনা বিরল। পুঁতিগুলি বড় হওয়াতেই অস্ত্রোপচার ছিল যথেষ্ট কঠিন। সফল অস্ত্রোপচারের পর শিশুটি এখন ভালো আছে।