ভোপাল: অনলাইন গেমে টাকা খরচের জন্য ছেলেকে বকাবকি করেছিলেন মা। যা সহ্য করতে না পেরে শেষমেশ আত্মহত্যার পথ বাছল ১৩ বছরের ছেলে। ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের ছতরপুর জেলায়।


ঘটনার সূত্রপাত, ব্যাঙ্কের একটি নোটিফিকেশনে ঘিরে। অ্যাকাউন্ট থেকে ১৫০০ টাকা ডেবিট হওয়ায় ছেলেকে ফোন করেন মা। জানতে পারেন অন্য কেউ নয়, মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছে খোদ ছেলে। অনলাইনে ভিডিয়ো গেমের জন্য এই টাকা খরচ করেছে সে। যা শুনে বেজায় চটে যান মহিলা। ফোনেই বকাবকি করেন ছেলেকে।যার জেরে আতত্মহত্যা করে ওই কিশোর।


পুলিশ জানিয়েছে, অনলাইনে ব্যাটেল রয়ালের 'ফ্রি ফায়ার' গেম খেলতে গিয়েই প্রচুর টাকা খরচ করেছিল ওই কিশোর। আত্মহত্যার চিঠিতে সেই কথা লিখে রেখে গেছে সে। চিঠিতে কিশোর জানিয়েছ, এই প্রথমবার নয়; অতীতেও এই অনলাইন গেমের জন্য প্রচুর টাকার লোকসান করেছে সে। সব মিলিয়ে ৪০,০০০ টাকা নিয়েছিল মায়ের অ্যাকাউন্ট থেকে। 


তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, আত্মহত্যার সময় কাজে গিয়েছিলেন ছিলেন ওই কিশোরের মা। বাড়িতে ছেলে-মেয়ে ছাড়া কেউ ছিল না। মায়ের বাকাবকি শুনেই সিলিং ফ্যানে আত্মহত্যা করে ওই কিশোর। যদিও এখনই কেসের বিষয়ে নিশ্চিত হতে পারেছে না পুলিশ। তাদের সন্দেহ, অন্য কেউ টাকার জন্য কিশোরকে চাপ দিতেও পারে। কিশোর নিজেই ব্যাঙ্কের লেনদেন করেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। 


অনলাইনে গেমে টাকা হেরে আত্মহত্যার খবর নতুন নয়। অতীতেও এরকম একাধিক ঘটনা ঘটেছে দেশে। শিশুদের অনলাইন গেমে এই টাকা খরচের নেশা দেখে চমকে উঠছেন মনোবিদরা। চিকিৎসকরা বলছেন, অনলাইন গেমিংয়ের মাধ্যমে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। বর্তমানে এই গেমিংয়ের কারণে শিশুদের মানসিক রোগ ২ গুন বেড়ে গিয়েছে। সারাদিন ভিডিয়ো গেমের আসক্তির ফলে তাদের মাথাব্যাথা হচ্ছে। অনেকেরই কম বয়সে চোখের সমস্যা তৈরি হচ্ছে। কারও অনবরত গেমিংয়ের ফলে শরীরেও ব্যাথা হচ্ছে। গেমিংয়ের শিকার হচ্ছে ৩-৪ বছরের শিশুরা। এমনকী মোবাইল হাতে না পেলেই হিংসাত্মক হয়ে উঠছে তাদের স্বভাব।