দুবাই: আইপিএলের লড়াই শেষ। এবার সকলের নজর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (World Test Championship Final 2023) দিকে। সেই ফাইনালের লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ফাইনালে জায়গা করে নেওয়া দুই দল ভারত ও অস্ট্রেলিয়া ইতিমধ্যেই সেই চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এবার আইসিসির তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল কোন বলে টেস্টের সেরা হওয়ার লড়াইয়ে খেলবে ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)।


কোন বলে ফাইনাল?


আইসিসির তরফে জানানো হয়েছে ডিউকস বলেই এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হবে। এই বলে ফাইনাল খেলাটা দুই দলের ক্ষেত্রেই বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে কারণ ভারত ও অস্ট্রেলিয়, দুই দলের কেউই নিজেদের ঘরের মাঠে ডিউকস বলে খেলে না। ভারতে যেখানে এসজি বলে খেলা হয়, অস্ট্রেলিয়ায় সেখানে ব্যবহৃত হয় কুকাবুরা বল। তাই দুই দলকেই ভিন্ন চরিত্রের বলের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং লড়াইটাও সমান সমান হবে।


কুকাবুরা বলের থেকে ডিউকসের চরিত্রও অনেকটা ভিন্ন। ডিউকস বলের সিম হাতে সেলাই করা হয়, সেখানে কোকাবুরার সেলাইটা হয় যন্ত্রের মাধ্যমে। ডিউকস বলের সিম হাতে বোনা হওয়ায় অনেকটা বেশি টেকসই হয় এবং দীর্ঘক্ষণ বল সুইংও করে। ফলে ব্যাটারদে কিন্তু বেশ বেগ পেতে হবে। এই বলে তাই রান করতে কিন্তু ব্যাটারদের কড়া চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। তবে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ান ও ভারতীয় বোলাররা ইংল্যান্ডের পরিবেশে এই বলেই বেশ ভাল পারফর্ম করেছেন, যা দুই দলকেই আত্মবিশ্বাস জোগাবে। অক্ষর পটেল তো জানিয়েছেন ডিউকস বলে খেলা হবে অনুমান করে ভারতীয় স্পিনাররা আইপিএলের সময় থেকেই এই বলে অনুশীলন করছে। তাই তাঁদের এই বলের সঙ্গে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না।


বিরাটের প্রশংসায় জস


 আইপিএলে একসঙ্গে খেলেন। বিরাট কোহলির(Virat Kohli)  আরসিবি দলেরই সদস্য জস হ্যাজেলউড। গত ২ বছর ধরে আরসিবির সদস্য অজি পেসার। এই বছর যদিও সেভাবে খেলার সুযোগ পাননি প্রথম একাদশে। কিন্তু দীর্ঘ সময় প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে সময় কাটিয়েছেন। তবে এবার লড়াইটা সম্মুখ সমরে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া। বিরাটের বিরুদ্ধে খেলতে নামার আগে অবশ্য কিংগ কোহলির প্রশংসা ঝড়ে পড়ল হ্যাজেলউডের গলায়। অজি পেসার বলছেন, ''আমার মনে হয় বিরাটের পরিশ্রমের কথা সবার আগে উল্লেখ করতে হয়। ও অসম্ভব পরিশ্রমী ছেলে। এরপর ওর ফিটনেস ও ব্যাটিংয়ের স্কিল ওকে আরও বিশ্বমানের ক্রিকেটারে পরিণত করেছে। তিনি এমন একজন যে নেটে সবার আগে পৌঁছত আর সবার শেষে নেট থেকে বেরিয়ে আসত। বিরাট দলের সবাইকে উদ্বুদ্ধ করতে ভালবাসে। ওকে দেখে তরুণ ক্রিকেটারদেরও আত্মবিশ্বাস বেড়ে যায়।''


আরও পড়ুন: ত্বকের যত্নে বছরভর কোন কোন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন?