নয়াদিল্লি: ১২টি দেশ থেকে প্রায় ১৪ হাজার ৮০০ ভারতীয় নাগরিককে দেশে ফেরানোর বিরাট পরিকল্পনা তৈরি কেন্দ্রের সরকারের। ৭ থেকে ১৩ মে, প্রায় ১ সপ্তাহ করোনাভাইরাস সংক্রমণের জেরে চালু লকডাউনে বিদেশে আটকে পড়া ভারতীয়দের ঘরে ফেরাতে ৬৪টি ফ্লাইট চালানো হবে বলে জানিয়েছেন সরকারি কর্তারা। সংযুক্ত আরব আমিরশাহি, ব্রিটেন, আমেরিকা, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপিন্স, বাংলাদেশ, বাহরিন, কুয়েত ও ওমান-এই ১২টি দেশে আটকে পড়া লোকজনকে ফেরাতে বিশেষ বিমান চালাবে এয়ার ইন্ডিয়া ও তার অধীনস্থ সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে শুরু হওয়া লকডাউনের মেয়াদ সর্বশেষ বেড়েছে ১৭ মে পর্যন্ত। এই সময়সীমার মধ্য সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ থাকছে। সোমবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৭ মে থেকে ধাপে ধাপে বিমানে ও নৌজাহাজে কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের বাহক নন, এমন ভারতীয়দের দেশে ফেরানোর কর্মসূচি চালাবে। বিমান বা জাহাজের ভাড়ার বিনিময়েই এই সুযোগ পাওয়া যাবে।
সরকারি কর্তারা জানিয়েছেন, ৭ থেকে ১৩ মে-র মধ্যে সংযুক্ত আরব আমিরশাহিতে ১০টি, ব্রিটেন, আমেরিকায় সাতটি করে,সৌদি আরবে ৫টি, সিঙ্গাপুরে ৫টি., কাতারে দুটি ফ্লাইট পাঠানো হবে ভারতীয় নাগরিকদের নিয়ে আসার জন্য। এছাড়া মালয়েশিয়া, বাংলাদেশে সাতটি করে, কুয়েত, ফিলিপিন্সে পাঁচটি করে, ওমান ও বাহরিনে দুটি করে ফ্লাইট চালানো হবে বলে জানা গিয়েছে।
১৫টি ফ্লাইট যাবে কেরল থেকে, দিল্লি ও তামিলনাড়ু থেকে ১১টি করে, মহারাষ্ট্র ও তেলঙ্গানা থেকে সাতটি করে যাবে। বাকিগুলি রওনা দেবে অন্য ৫টি রাজ্য থেকে। ১৩ মের পর বিদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিয়ে আসতে আরও বিমান চালানো হবে বলে জানিয়েছে সরকার।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
৬৪টি ফ্লাইট, ৭ থেকে ১৩ মে ১২টি দেশ থেকে ১৪ হাজারের বেশি ভারতীয় নাগরিককে ফেরানোর প্ল্যান পাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 May 2020 07:07 PM (IST)
সোমবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৭ মে থেকে ধাপে ধাপে বিমানে ও নৌজাহাজে কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের বাহক নন, এমন ভারতীয়দের দেশে ফেরানোর কর্মসূচি চালাবে। বিমান বা জাহাজের ভাড়ার বিনিময়েই এই সুযোগ পাওয়া যাবে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -