হায়দরাবাদ: নিজেদের স্বাভাবিক খাদ্য গাছ খেয়েছে। কিন্তু সরকারি আধিকারিকদের মতে, এটাই অপরাধ হয়েছে। সেই কারণে ১৫টি ছাগলকে আটক করা হয়েছে। শুনতে হাস্যকর মনে হলেও, বাস্তবে এই ঘটনা ঘটেছে তেলঙ্গানার ভদ্রাদ্রি কোঠাগুড়েম জেলায়। ছাগলগুলিকে শুধু আটক করেই থেমে থাকেননি সরকারি কর্তারা, তাঁরা প্রত্যেক ছাগলকে ৩,০০০ টাকা করে জরিমানাও করেছেন।
তেলঙ্গানা সরকার সূত্রে খবর, এ বছরের জানুয়ারিতে বিশ্বের সর্ববৃহৎ সবুজায়ন প্রকল্প ‘হরিৎ হরম’-এর ষষ্ঠ পর্যায়ের সূচনা করেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। সেই সময় তেলঙ্গানার বন মন্ত্রী এ ইন্দ্রকরণ রেড্ডি জানিয়েছিলেন, রাজ্যজুড়ে ৩০ কোটি গাছের চারা লাগানো হবে। অভিযোগ, সেই গাছের চারাই খেয়ে নিয়েছে এই ১৫টি ছাগল। সেই কারণেই তাদের আটক ও জরিমানা করা হয়েছে।
পুর কমিশনার শ্রীনিবাস রেড্ডি জানিয়েছেন, তাঁরা খবর পান, কয়েকটি ছাগল গাছের চারা নষ্ট করে দিচ্ছে। খোঁজ নিতে যান আধিকারিকরা। বৃহস্পতি ও শুক্রবার ৯টি ছাগলকে আটক করা হয়। শনিবার আরও ৯টি ছাগলকে ধরা হয়। ছাগলগুলিকে এখন পুরসভার দফতরেই রাখা হয়েছে। তাদের মালিকদের খোঁজ চলছে।
সরকারের লাগানো গাছের চারা খেয়ে ফেলায় তেলঙ্গানায় আটক ১৫টি ছাগল, ৩,০০০ টাকা করে জরিমানা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jul 2020 07:41 AM (IST)
বৃহস্পতি ও শুক্রবার ৯টি ছাগলকে আটক করা হয়। শনিবার আরও ৯টি ছাগলকে ধরা হয়। ছাগলগুলিকে এখন পুরসভার দফতরেই রাখা হয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -