হাথরাস: বাসের সঙ্গে একটি ম্যাজিক ভ্যানের মুখোমুখি ধাক্কার ফলে মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী হল উত্তরপ্রদেশের হাথরাস (Hathras Accident)। এখনও পর্যন্ত এই দুর্ঘটনার ফলে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। হাসপাতালে গুরুত জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ১৬ জন।


আরও পড়ুন: Uttar Pradesh News: টিফিনে আমিষ খাবার নিয়ে আসার জের, নার্সারির পড়ুয়াকে বরখাস্ত করল স্কুল


এপ্রসঙ্গে শনিবার হাথরাসের পুলিশ সুপার নিপুন আগরওয়াল বলেন, "গতকাল সন্ধ্যা ৬ টা ১৫ মিনিট নাগাদ যাত্রীবোঝাই বাসের সঙ্গে একটি ছোট লরির মুখোমুখি ধাক্কা হয়। এর ফলে এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। আর ১৬ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই বিষয়ে একটি মামলা দায়ের করে বাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই প্রশাসনের আধিকারিকরা সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। মৃতদেহগুলির ময়নাতদন্তের পর সেগুলি তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে এখনও তাঁদের চিকিৎসা চলছে।"


 






পুলিশ সূত্রে আরও জানা গেছে, মৃতদের মধ্যে সাতজন মহিলা, ৪ জন পুরুষ ও ৬ জন শিশু রয়েছে।


এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনা কথা শোনার পরে শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্তরিক সমবেদনা ব্যক্ত করে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে ও জখমদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। 


আরও পড়ুন: Brij Bhushan Singh: 'অলিম্পিক্স থেকে ছিটকে যাওয়া কৃতকর্মের ফল', বিনেশ কংগ্রেসে যেতেই ফুঁসে উঠলেন ব্রিজভূষণ


উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জখমদের দ্রুত আরোগ্য কামনা করে জখমদের চিকিৎসার জন্য সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসনকে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Manipur Rocket Attack: মণিপুরে এবার রকেট হামলা, আছড়ে পড়ল নেতাজি-বাহিনীর মিউজিয়ামের কাছে, আরও ঘোরাল হচ্ছে পরিস্থিতি?