২ বিজেপি কর্মীকে আটকের প্রতিবাদে গাইঘাটা থানার সামনে রাতভর ধর্নায় শান্তনু ঠাকুর ও সৌমিত্র খাঁ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Jun 2020 09:15 AM (IST)
আজ সকালেও ধর্না চলছে।
গাইঘাটা: উত্তর ২৪ পরগনার গাইঘাটায় এক বিজেপি সদস্যার স্বামী সহ ২ বিজেপি কর্মীকে আটক করার প্রতিবাদে থানার সামনে রাতভর ধর্নায় বসেছেন দুই বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও সৌমিত্র খাঁ। আজ সকালেও ধর্না চলছে। বিজেপির দাবি, স্থানীয় ফুলসরা গ্রাম পঞ্চায়েতের বকচরা এলাকায় মারধরের ঘটনায় বিজেপি পঞ্চায়েত সদস্যার স্বামী ও এক বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে গতকাল রাত থেকে গাইঘাটা থানার সামনে মঞ্চ বেঁধে ধর্নায় বসেছেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।