নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় গুলির লড়াইয়ে নিহত দুই সন্ত্রাসবাদী। সোমবার আদিল আহমেদ ওয়ানি ওরফে আবু ইব্রাহিম ও শাহিন বসির ঠোকার নামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর আদর্শে উদ্ধুদ্ধ ইসলামিক স্টেট অব জম্মু ও কাশ্মীর (আইএসজেকে) সদস্য বলে সূত্রের খবর।
আজ কুলগামের মাঞ্জগাম এলাকায় ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস (আরআর), সিআরপিএফ ও পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত হয় তারা।
১৯ মে শ্রীনগরের নওয়াকাদাল এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় ২ জঙ্গি।
ওয়ানি, ঠোকার-দুজনেই সোপিয়ানের বাসিন্দা। প্রথমজন ২০১৭-র সেপ্টেম্বর, পরের জন গত বছরের ১৫ আগস্ট থেকে সন্ত্রাসবাদী কাজকর্মে সামিল হয়। ঠোকার লস্কর-ই-তৈবা থেকে ইসলামিক স্টেট অনুপ্রাণিত সংগঠনে যোগ দেয় বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনীর সূত্র।
সেখানে কয়েকজন জঙ্গির গা ঢাকা দিয়ে থাকার খবর পেয়ে অভিযানে নামে যৌথ দলটি। তবে তার আগে তারা মিরওয়ানি গ্রামের কয়েকটি বাড়ি কর্ডন করে ঘিরে ফেলে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে দেয়।
কাশ্মীরে এনকাউন্টারে খতম ইসলামিক স্টেট-এ অনুপ্রাণিত গোষ্ঠীর ২ জঙ্গি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 May 2020 02:40 PM (IST)
আজ কুলগামের মাঞ্জগাম এলাকায় ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস (আরআর), সিআরপিএফ ও পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত হয় তারা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -