উত্তর দিনাজপুর: উৎসবের আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশুর মৃত্যু। খালি হয়ে গেল ২ মায়ের কোল।
শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার গুঞ্জরিয়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, ধর্মীয় অনুষ্ঠান সেরে পিক আপ ভ্যানে বাড়ি ফিরছিলেন কয়েক জন। গাড়িতে ছিল কয়েক জন শিশুও।
প্রত্যক্ষদর্শীদের দাবি, হাইটেনশন তার ঝুলে থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হন ১৪ জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ শিশুর। ইসলামপুর শিয়ালতোড়ের বাসিন্দা মহম্মদ মকসুদের দাবি, শোভাযাত্রা সেরে বাড়ি ফেরার পথে ঝান্ডার বাঁশ হাই টেনশন বিদ্যুতের তারে লেগে দুই শিশুর মৃত্য হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন বাসিন্দা।
কাঁচা বাঁশে বিদ্যুতের তার লাগার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন ইসলামপুরের এসপি। ঘটনাটি দুর্ভাগ্যজনক উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শ্রম দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানি। বলেন, নিচু তারটিকে কীভাবে ওঠানো যায় সেটার জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
দুর্ঘটনায় আহত ১২ জনের মধ্যে ৮ জনকে ভর্তি ইসলামপুর হাসপাতালে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন বাকিরা।