নয়াদিল্লি: তবলিগি জামাত প্রধান মৌলানা সাদ কান্দালভির দুজন আত্মীয়ের করোনাভাইরাস ধরা পড়ল। এঁরা উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা। বুধবার সরকারি সূত্রে এ কথা জানা গিয়েছে। এঁরা কোভিড ১৯ পজিটিভ হওয়ায় সাহারানপুরের মান্ডি এলাকায় মুফতি মহল্লা পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক অখিলেশ সিংহ। মহল্লার আট ব্য়ক্তিকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলেও জানান তিনি।
করোনা পজিটিভ ধরা পড়া এই দুজন মৌলানা সাদের শ্বশুরবাড়ির দিকের লোক, তাঁরা করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউন চালু হওয়ার আগে দিল্লির নিজামুদ্দিনে অনুষ্ঠিত তবলিগি জামাতের ধর্মীয় সভাতেও ছিলেন বলে জানা গিয়েছে। জেলাশাসক এও জানান, সম্প্রতি তাঁরা দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছিলেন, আরও দুজনের সঙ্গে কোয়ারেন্টিনে ছিলেন।
সাম্প্রতিককালে কারা এই দুজনের সংস্পর্শে এসেছিলেন, সে ব্যাপারে খোঁজখবর করে তাঁদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে জেলা প্রশাসন।