কলকাতা: কাল থেকে কলকাতার রাস্তায় নামতে পারে ২ হাজার বাস। রবিবার পরিবহণ দফতরের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানাল বেসরকারি বাস মালিক সংগঠনগুলি।
তারা জানিয়েছে, কাল থেকে ৩০ শতাংশ অতিরিক্ত বাস রাস্তায় থাকবে। লকডাউনের কারণে এখনও বহু পরিবহণ শ্রমিক বাড়ি থেকে ফিরতে পারেননি। এছাড়াও দীর্ঘদিন না চলার কারণে বহু বাস বিকল হয়ে পড়ে আছে। এই সমস্যা দুটি মিটলে বাসের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে বাস মালিক সংগঠনগুলি।
সূত্রের খবর, চলতি মাসেই বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত নিতে পারে রেগুলেটরি কমিটি। চলতি মাসেই ভাড়া বৃদ্ধির প্রস্তাব নিয়ে সিদ্ধান্তের সম্ভাবনা।
কাল রাস্তায় নামতে পারে ২ হাজার বাস, চলতি মাসেই ভাড়া বৃদ্ধির প্রস্তাব নিয়ে সিদ্ধান্তের সম্ভাবনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jun 2020 06:25 PM (IST)
কাল থেকে ৩০ শতাংশ অতিরিক্ত বাস রাস্তায় থাকবে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -