পালঘর: ১২ মহিলা সমেত অন্তত ২২ জন বাংলাদেশিকে মহারাষ্ট্রের পালঘরে বেআইনি ভাবে বসবাসের অভিযোগে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে পালঘরের রাজোদি গ্রামে ঝুপড়িতে হানা দিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন এক পুলিশ অফিসার। বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশের ইস্যুতে বিতর্কের মধ্যেই এই গ্রেফতারির ঘটনা। এদের বিরুদ্ধে ১৯২০ সালের ভারতীয় পাসপোর্ট আইন ও ১৯৪৬-এর বিদেশি নাগরিক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ অফিসারটি।
তিনি বলেন, এই লোকগুলির কাছে ভারতে বসবাসের কোনও বৈধ নথিপত্র নেই। তারা ছুটকোছাটকা কাজকারবার করত।
প্রসঙ্গত, বাংলাদেশ থেকে কোটি কোটি অবৈধ অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ঢুকে দেশের নানা রাজ্যে ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ বিজেপি সহ নানা মহলের। এরা মুসলিম বলে দাবি বিজেপি শিবিরের, যার সারবত্তা নিয়ে রীতিমতো বিতর্ক দানা বেঁধেছে এ দেশের রাজনীতিতে। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) চালু করে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ধর্মীয় অত্যাচারের জেরে শরণার্থী হিসাবে আসা অ-মুসলিম সংখ্যালঘুদের ভারতের নাগরিকত্ব দেওয়ার পাশাপাশি দেশব্যাপী জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) করার প্রস্তাব ঘিরেও প্রবল বিতর্ক, আলোড়ন চলছে।