কলকাতা: টাকা দিলেই মিলবে বাংলা সিরিয়ালে অভিনয়ের সুযোগ। অভিযোগ, ফেসবুকে এমনই টোপ দেওয়া হয়েছিল অনেককে। অবশেষে সেই প্রতারণা চক্রের পর্দাফাঁস হল শনিবার।
ঠিক কী হয়েছিল ঘটনা?
সম্প্রতি একটি সিরিয়ালে শিশু অভিনেতার খোঁজ করে নিজের ফেসবুক প্রোফাইলে বিজ্ঞাপন দেন রাজ চক্রবর্তী। অনেক অভিভাবক তাঁদের শিশুদের নিয়ে এসে অডিশন দেন।
রাজের দাবি, তাঁদেরই কয়েকজনকে প্রথমে একটি ভুয়ো প্রোফাইল থেকে এবং তারপর ফোন করে টাকা চাওয়া হয়। একজন অভিভাবক সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে খবর যায় রাজ চক্রবর্তীর কাছে।
ওই অভিভাবকের থেকে অভিযুক্তের ফোন নম্বর নিয়ে তাঁকে ডাকা হয়। এরপর হাতেনাতে বমাল পাকড়াও প্রতারকরা।
শনিবার কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাজ। এরপর বর্ণালী ঘোষ, রাজু নাথ ও দীপম কুণ্ডু নামে মোট তিনজনকে আটক করেছে পুলিশ।
পরিচালকের দাবি, তাঁর নামে একাধিক ভুয়ো ফেসবুক প্রোফাইল রয়েছে। সেগুলিরও ফলোয়ার সংখ্যা লক্ষাধিক। এনিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছেন তিনি।
ফেসবুকে রাজ চক্রবর্তীর ভুয়ো প্রোফাইল তৈরি করে সিরিয়ালে অভিনয়ের সুযোগ দেওয়ার নামে 'আর্থিক প্রতারণা', আটক মহিলা সহ ৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Oct 2020 11:04 PM (IST)
সাধারণ মানুষকে সতর্ক হওয়ার পরামর্শ রাজ চক্রবর্তীর
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -