গ্লাসগো: ইংল্যান্ডের পর এবার স্কটল্যান্ডে ছুরি নিয়ে হামলা দুষ্কৃতীর। গ্লাসগোয় দুষ্কৃতী হামলায় ৩ জনের মৃত্যুর আশঙ্কা। একটি হোটেলে ঢুকে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ। আক্রান্ত হয়েছেন এক পুলিশ কর্মীও। পাল্টা পুলিশের গুলিতে নিহত হামলাকারী।
পুলিশ জানিয়েছে, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পার্ক ইন হোটেলের সিঁড়িতে ওই হামলার ঘটনা ঘটে। তবে, লকডাউন চলায় সেখানে খুব বেশি মানুষজন ছিলেন না। ঘটনার তীব্র নিন্দা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইংল্যান্ডের স্বরাষ্ট্রসচিব প্রীতি পটেল।
প্রসঙ্গত, তিনদিন আগেই ইংল্যান্ডের রিডিং শহরের একটি পার্কে এক দুষ্কৃতী ছুরি নিয়ে এলোপাথারি হামলা চালালে তিনজনের মৃত্যু হয়। আরও তিনজন আহত হন।