ট্রেন্ডিং

বিকাশ ভবনের সামনে ধর্নার ১২ দিন, জারি আন্দোলন, হকের চাকরি ফেরত চেয়ে চলছে অবস্থান-বিক্ষোভ

এবার পাকিস্তানেই খতম লস্কর-ই-তৈবার জঙ্গি, মাস্টারমাইন্ড ছিল ভারতে হওয়া তিনটি ভয়াবহ হামলার

মুখে কালি মেখে বিক্ষোভ, প্রতিবাদে সামিল ২০২২-এর টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা

পার্টি অফিস থেকে প্রেমের সূত্রপাত, তৃণমূল কর্মীর স্ত্রীকে নিয়ে পালাল BJP নেতা ! শোরগোল মালদার হরিশ্চন্দ্রপুরে..

পুলিশের মারে রক্তাক্ত শিক্ষকরা, তাও মার খাওয়া শিক্ষকদের বিরুদ্ধেই মামলা
গ্রেফতার হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ! বঙ্গবন্ধুর অটোবায়োগ্রাফিতে হাসিনার ভূমিকায় করেছিলেন অভিনয়..
Terrorists-security force encounter: কাশ্মীরে নাগরোটায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, খতম ৪ জঙ্গি
গোটা এলাকা জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট।
Continues below advertisement

শ্রীনগর: জম্মু কাশ্মীরের নাগরোটা টোল প্লাজায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে ৪ জঙ্গি খতম হয়েছে। স্থানীয় বান টোল প্লাজায় এই সংঘর্ষ এখনও চলছে। এর ফলে উধমপুরে কড়া হয়েছে নিরাপত্তা।
ভোর সাড়ে চারটে নাগাদ এই সংঘর্ষ শুরু হয়। জানা গিয়েছে, একটি ট্রাকে লুকিয়ে জঙ্গিরা এলাকায় ঢুকছিল। টোল প্লাজা পার্কিংয়ে তল্লাশির সময় তারা গুলি চালাতে শুরু করে। এর জেরে বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু-শ্রীনগর হাইওয়ে। এলাকা জুড়ে চলছে সার্চ অপারেশন। বান টোল প্লাজায় জঙ্গি-নিরাপত্তা বাহিনী সংঘর্ষ এখনও চলছে। গোটা এলাকা জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট।
এর আগে গতকাল সন্ধেতেই জম্মু কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের টার্গেট করে জঙ্গিরা। তবে তাদের ছোঁড়া গ্রেনেড লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তায় পড়ে ফেটে যাওয়ায় জখম হন অন্তত ১২ জন সাধারণ নাগরিক।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে