এর আগে গতকাল সন্ধেতেই জম্মু কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের টার্গেট করে জঙ্গিরা। তবে তাদের ছোঁড়া গ্রেনেড লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তায় পড়ে ফেটে যাওয়ায় জখম হন অন্তত ১২ জন সাধারণ নাগরিক। Terrorists-security force encounter: কাশ্মীরে নাগরোটায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, খতম ৪ জঙ্গি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Nov 2020 08:07 AM (IST)
গোটা এলাকা জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট।
শ্রীনগর: জম্মু কাশ্মীরের নাগরোটা টোল প্লাজায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে ৪ জঙ্গি খতম হয়েছে। স্থানীয় বান টোল প্লাজায় এই সংঘর্ষ এখনও চলছে। এর ফলে উধমপুরে কড়া হয়েছে নিরাপত্তা। ভোর সাড়ে চারটে নাগাদ এই সংঘর্ষ শুরু হয়। জানা গিয়েছে, একটি ট্রাকে লুকিয়ে জঙ্গিরা এলাকায় ঢুকছিল। টোল প্লাজা পার্কিংয়ে তল্লাশির সময় তারা গুলি চালাতে শুরু করে। এর জেরে বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু-শ্রীনগর হাইওয়ে। এলাকা জুড়ে চলছে সার্চ অপারেশন। বান টোল প্লাজায় জঙ্গি-নিরাপত্তা বাহিনী সংঘর্ষ এখনও চলছে। গোটা এলাকা জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট।