অমৃতসর: পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং জানিয়েছেন যে, তাঁর সরকার ৫০ হাজার স্মার্টফোন পেয়েছে, যা একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে।
অমরিন্দর জানিয়েছেন যেসব ছাত্রীর বাড়িতে স্মার্টফোন কেনার সামর্থ্য নেই, যারা ফোনের অভাবে কোভিড-১৯ পরিস্থিতিতে অনলাইন ক্লাস করতে পারছে না, তাদের হাতেই তুলে দেওয়া হবে ফোন।
তাঁদের কাছে যে স্মার্টফোনগুলি এসেছে, তার কোনওটাই 'মেড-ইন-চায়না' নয় বলে জানিয়েছেন সরবরাহকারী কোম্পানি। অমরিন্দরের ঘোষণার সময় তাঁর সঙ্গে ছিলেন পঞ্জাব ইয়ুথ কংগ্রেসের প্রেসিডেন্ট বীরেন্দর ধিল্লোঁ ও তাঁর অনুগামীরা।
২০১৭ সালে ভোটের আগেই ইস্তেহারে তরুণদের হাতে স্মার্টফোন ও এক বছরের ফ্রি ডেটা, ফোন কলের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। পরের বছরই হাইস্কুলের পড়ুয়াদের স্মার্টফোন দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু তা বাস্তবায়িত করা যায়নি।